মটো ই৫ প্লাসঃ ৫০০০ mAh ব্যাটারির স্মার্টফোন

টিআইবিঃ স্মার্টফোনের ব্যাটারি নিয়ে ভাবেন না সম্ভবত এমন লোক খুঁজে পাওয়া দায়। আপনি যত কমই ব্যবহার করেন না কেন সারা দিনে অন্তত বার দু’য়েক চার্জে বসাতে হবে আপনার সাধের স্মার্টফোনটি।
অনেকেই এই সমস্যা থেকে বাঁচতে সব সময় পাওয়ার ব্যাঙ্ক হাতের কাছে রাখেন। বলা যায় না কখন দেহ রাখবে আপনার সাধের মোবাইল। আপাতত এই ভাবনা থেকে মুক্তির ব্যবস্থা করল মোটোরোলা। নতুন মডেল E5 Plus-এ এবার ইনবিল্ড ৫০০০ mAh ব্যাটারি থাকছে। সারা দিন যত খুশি ব্যবহার করুন নির্ভয়ে। চার্জ ফুরোবে না।
দিন কয়েক আগেই Moto E5 Plus-এর টিজার লঞ্চ করেছে সংস্থাটি। গত কাল শুক্রবার টুইটারে তারা জানায়, এর আপগ্রেডেড একটি নতুন মডেলও লঞ্চ হচ্ছে খুব শীঘ্রই। এর মধ্যে বিভিন্ন ই-কমার্স সাইটে E5 বিক্রিও শুরু হয়েছে। দাম রাখা রয়েছে ভারতীয় ১১,৯৯০ টাকা।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
BIG battery. BIG screen. For BIG entertainment. The #motoe5plus is on its way. Get set to say #helloentertainment!… https://t.co/kCU9G6vn2X
BIG battery. BIG screen. For BIG entertainment. The #motoe5plus is on its way. Get set to say #helloentertainment!… https://t.co/kCU9G6vn2X— Motorola India (@motorolaindia) 1530277450000
দাম অনুযায়ী Moto E5 Plus-এর স্পেসিফিকেশনও বেশ ভালো। এর দু’টি ভার্শন রয়েছে। দু’টিতেই ৬ ইঞ্চি স্ক্রিন, ১৪৪০x৭২০ রেজোলিউশন, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর রয়েছে। একটি ভার্শনে ৩ জিবি র্যাম ৩২ জিবি ইন্টারনাল মেমরি এবং অন্যটিতে ২ জিবি র্যাম ১৬ জিবি ইন্টারনারনাল মেমোরি দেওয়া হয়েছে। মাইক্রো SD কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে।
প্রাইমারি ক্যামেরা ১২ মেগাপিক্সেল। অ্যাপার্চার ২.০। অর্থাত্ কম আলোয় ভালো ছবি তুলতে পারবে। LED ফ্ল্যাশ সঙ্গে সেন্সর। সেলফি ক্যামেরার ক্ষেত্রে একটি ভার্শনে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল এবং অন্যটিতে ৮ মেগাপিক্সেল। দু’টিতেই সামনে ফ্ল্যাশ রয়েছে।
আর কানেক্টিভিটির জন্য এতে WiFi 802.11a/c/g, 4G, VoLTE, WiFi, লুটুথ 4.2 আর চার্জিং এবং ডাটা ট্রান্সফারের জন্য মাইক্রো USB পোর্ট অফার করা হয়েছে।
ইউরোপের বাজারে দামি ভার্শানটির দাম রাখা হয়েছে ১৪৯ ইউরো। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩,৫০০ টাকা। তাই মনে করা হচ্ছে মোবাইলটির দাম ১৪ হাজারের আশপাশেই রাখা হবে। অন্য ভার্শানটির দাম রাখা হতে পারে ১০ হাজার টাকার আশপাশে।
মটো ই৫ প্লাস এর কী ফিচারসমূহঃ
১) ৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে
২) ১.৪ GHz স্নাপড্রাগন 425 প্রসেসর
৩) ২/৩ জিবি র্যাম
৪) ১৬/৩২ জিবি স্টোরেজ
৫) ১২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
৬) ৫০০০ mAh ব্যাটারি
৭) অ্যান্ড্রয়েড ৮.০।
মটো ই৫ প্লাস এর স্পেসিফিকেশন ও দামঃ
NETWORK | |
---|---|
Technology | GSM / HSPA / LTE |
2G bands | GSM 850 / 900 / 1800 / 1900 |
3G bands | HSDPA 850 / 900 / 1700(AWS) / 1900 / 2100 & CDMA2000 1xEV-DO |
4G bands | LTE band 1(2100), 2(1900), 3(1800), 4(1700/2100), 5(850), 7(2600), 8(900), 12(700), 13(700), 14(700), 17(700), 25(1900), 26(850), 29(700), 30(2300), 38(2600), 41(2500), 66(1700/2100) |
Speed | HSPA 42.2/5.76 Mbps, LTE-A (2CA) Cat6 300/50 Mbps |
GPRS | Yes |
EDGE | Yes |
BODY | |
---|---|
Dimensions | 160.9 x 75.3 x 9.4 mm (6.33 x 2.96 x 0.37 in) |
Weight | 196.6 g (6.95 oz) |
SIM | Single SIM (Nano-SIM) or Dual SIM (Nano-SIM, dual stand-by) |
DISPLAY | |
---|---|
Type | IPS LCD capacitive touchscreen, 16M colors |
Size | 6.0 inches, 92.9 cm2 (~76.7% screen-to-body ratio) |
Resolution | 720 x 1440 pixels, 18:9 ratio (~268 ppi density) |
Multitouch | Yes |
Protection | Corning Gorilla Glass (unspecified version) |
PLATFORM | |
---|---|
OS | Android 8.0 (Oreo) |
Chipset | Qualcomm MSM8917 Snapdragon 425 |
CPU | Quad-core 1.4 GHz Cortex-A53 |
GPU | Adreno 308 |
STORAGE | |
---|---|
Card slot | microSD, up to 256 GB |
Internal | 32 GB, 3 RAM or 16 GB, 2 GB RAM |
CAMERA | |
---|---|
Primary | 12 MP (f/2.0, 1.25µm), PDAF & laser AF, LED flash |
Features | Geo-tagging, touch focus, face detection, HDR, panorama |
Video | 1080p@30fps |
Secondary | 5 MP (f/2.0), LED flash 8 MP (f/2.2, 1.25µm), LED flash – USA |
SOUND | |
---|---|
Alert types | Vibration; MP3, WAV ringtones |
Loudspeaker | Yes |
3.5mm jack | Yes |
– Active noise cancellation with dedicated mic |
CONNECTIVITY | |
---|---|
WLAN | Wi-Fi 802.11 b/g/n, WiFi Direct, hotspot Wi-Fi 802.11 a/b/g/n, dual-band, WiFi Direct, hotspot – USA |
Bluetooth | 4.2, A2DP, LE |
GPS | Yes, with A-GPS, GLONASS, BDS |
Radio | FM radio |
USB | microUSB 2.0 |
OTHERS FEATURES | |
---|---|
Sensors | Fingerprint (rear-mounted), accelerometer, proximity |
Messaging | SMS(threaded view), MMS, Email, Push Email, IM |
Browser | HTML5 |
– Fast battery charging 15W or 10W – MP3/eAAC+/WAV/Flac player – DivX/WMV/MP4/H.264 player – Photo/video editor – Document viewer |
BATTERY | |
---|---|
Non-removable Li-Ion 5000 mAh battery |
COLORS & PRICE | |
---|---|
Colors | Black, Flash gray, Mineral blue, Fine Gold |
Price | About 149 EUR |