ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা কর্তৃক mCash কর্পোরেট স্যালারি পেমেন্ট চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গোবিন্দগঞ্জ শাখা ও প্রধান গ্রুপ লিমিটেড (প্রধান অটো রাইস মিল ও প্রধান অয়েল মিল) এর মধ্যে গতকাল ০৮ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২১ mCash (মোবাইল ব্যাংকিং) এর মাধ্যমে কর্পোরেট স্যালারি পেমেন্ট এর চুক্তি স্বাক্ষর হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পক্ষে গোবিন্দগঞ্জ শাখায় এ চুক্তি স্বাক্ষর করেন শাখা প্রধান ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ আনোয়ার হোসেন। প্রধান গ্রুপ লিমিটেড এর চেয়ারম্যান জনাব মোঃ নাজির হোসেন প্রধান ও প্রধান গ্রুপ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ জাকিরুল ইসলাম ডলার চুক্তিতে স্বাক্ষর করেন।
আরও পড়ুন:
– রেমিট্যান্স পাঠাতে ইসলামী ধারার ব্যাংকগুলো পছন্দ প্রবাসীদের
– ব্যাংকারদের দেরিতে অফিস ত্যাগ সিস্টেম নাকি অদক্ষতা
– বিপন্ন ব্যাংকার, জীবন আগে
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
উল্লেখ্য, এর চুক্তির আওতায় ইসলামী ব্যাংক mCash (মোবাইল ব্যাংকিং) এর মাধ্যমে প্রধান গ্রুপ লিমিটেড এর ২ শতাধিক এমপ্লয়ীর বেতন প্রদান করা হবে, যা ইসলামী ব্যাংকের যেকোন শাখা, এটিএম বুথ, এজেন্ট পয়েন্ট, এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে উত্তোলন করা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন্স জনাব মোঃ জাহাঙ্গীর আলম (এসপিও), জনাব মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ (অফিসার ও এডিসি ইনচার্জ) এবং জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (জুনিয়র অফিসার) সহ আরো অন্যান্য কর্মকর্তাবৃন্দ।