পদন্নোতি জন্য তদবির করলে ব্যাংকারদের হবে বিধি মোতাবেক শাস্তি!

রাষ্টায়াত্ব ব্যাংকগুলোতে পদন্নোতির জন্য তদবির বন্ধে অর্থমন্ত্রণালয় থেকে চিঠি দিয়েও লাভ হয়নি বলে মন্তব্য করেছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এরপর পদোন্নতি পেতে একে অপরের জন্য অনুরোধ করে ধরা পড়লে তদবিরবাজদের বিরুদ্ধে সরকারের বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানালেন তিনি।

বুধবার (১৫ মার্চ) সোনালী ব্যাংক লিমিটেড কল সেন্টার সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

এ সময় সচিব বলেন, যাদের পড়ালেখায় ঘাটতি আছে তারা নানা জায়গায় তদবির করেন। যারা তদবির করছেন তাদের আইন মোতাবেক শাস্তি দেয়ার নির্দেশ দেয়া আছে। তারপরও তদবির থেমে নেই। আর যারা মনোযোগ দিয়ে কাজ করেন তাদের কোনো রকমের তদবিরের প্রয়োজন হয় না। ফলে ব্যাংকে যোগদানের পর পড়ালেখা চালিয়ে যান এবং নানা রকমের প্রশিক্ষণ গ্রহণ করুন। ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকদের ও অন্য পদের কর্মকর্তাদের প্রমোশনের সময় নানা জায়গা থেকে তদবির আসে। ৫০ জনকে প্রমোশন দেয়ার জন্য ২০০ জনের কাছ থেকে তদবির আসে ফলে কয়জনকে প্রমোশন দেবো।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

শেখ মোহাম্মদ সলীম উল্লাহ আরও বলেন, সরকারি ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক প্রথম আনুষ্ঠানিকভাবে কল সেন্টারের এই যাত্রা শুরু করল। প্রযুক্তি নির্ভর হিসেবে ব্যাংক ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। জানান, দেশের পুঁজিবাজার শক্তভাবে গড়ে উঠতে পারেনি। সেই দিক বিবেচনা করলে অর্থনীতিতে বড় ভূমিকা পালন করছে ব্যাংক।

এ সময় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, সোনালী ব্যাংকে কল সেন্টার চালু করায় গ্রাহক ও নাগরিকরা ২৪ ঘণ্টা ১৬৬৩১ নম্বরে কল দিয়ে ব্যাংকের বিভিন্ন সেবা, কার্ড, আমানত ও ঋণের বিষয়ে তাৎক্ষণিকভাবে যেকোনো তথ্য ও নানা রকমের সমস্যা সমাধানের সেবা পাবেন।

এ ছাড়া কল সেন্টারের মাধ্যমে একটি কেন্দ্রীয় যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে, যার মাধ্যমে টেলিফোন, এসএমএস, ই-মেইল, সোশ্যাল মিডিয়া (ফেসবুক, মেসেঞ্জার, ওয়াটসএপপ, টুইটার) বা চ্যাটের মাধ্যমে গ্রাহক ও নাগরিকরা সেবা পাবেন। চ্যাট বটের মাধ্যমে সার্বক্ষণিক গ্রাহকদের স্বয়ংক্রিয়ভাবে উত্তর দেয়া হবে। দেশের বাইরে থেকে সেবা পাওয়ার জন্য +৮৮ ০১৬১০০১৬৬৩৯ নম্বরে কল করতে হবে।

ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আফজাল করিম সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

আরও দেখুন:
ব্যাংকাররাই ব্যাংক চালাচ্ছেন কি?
ব্যাংকারদের ডিপ্লোমা এ মুহূর্তে কতটা জরুরি?

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, ডিজিকন টেকনোলজিস লিমিটেড ও আর্থ নেক্সট টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার এবং মাঠ পর্যায়ের সব জেনারেল ম্যানেজার অফিস, প্রিন্সিপাল অফিস ও শাখা প্রধানসহ অন্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply