এই প্রথম ১২ জিবি র‍্যামের ফোন নিয়ে এল লেনোভো!

টিআইবিঃ স্মার্টফোনের দুনিয়ায় এই প্রথম ১২ জিবি র‍্যামের ফোন নিয়ে এল লেনোভো। শুধু তাই নয়, ১২ জিবি র‍্যাম ছাড়াও এ ফোনে রয়েছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। ডিসেম্বরের শুরুতে লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ ‘৫ জি’ নেটওয়ার্ক কানিক্টিভিটি দিতে সক্ষম। লেনোভোর নতুন এই স্মার্টফোনটির নাম জেড ৫ প্রো জিটি। লেনোভো জেড ৫ প্রো জিটি ফোনটি একেবারে ‘নচ ফ্রি’। এটি একটি স্লাইডার ডিসপ্লে-যুক্ত ফোন। ফোনটি স্লাইড করলেই এর ডুয়াল সেলফি ক্যামেরাটি রেরিয়ে আসবে।

ডুয়াল সিম যুক্ত লেনোভো জেড ৫ প্রো জিটি-এ রয়েছে অ্যান্ড্রয়েড পাই ৯.০ অপারেটিং সিস্টেম। সঙ্গেই রয়েছে ডিসেম্বরের শুরুতে লঞ্চ হওয়া লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। লেনোভো জেড৫ প্রো জিটি-এ রয়েছে ১২ জিবি র‍্যাম আর ১২৮ জিবি / ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ।

লেনোভো জেড ৫ প্রো জিটি-এ রয়েছে একটি ৬.৩৯ ইঞ্চির নচ-হীন ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটি একটি স্লাইডার ডিসপ্লে-যুক্ত ফোন। ফোনটি স্লাইড করলেই এর ডুয়াল সেলফি ক্যামেরাটি রেরিয়ে আসবে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯৫.০৬ শতাংশ।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

লেনোভো জেড৫ প্রো জিটি ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ও একটি ২৪ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ও একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনের ৪টি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে।

কানেক্টিভিটির জন্য লেনোভো জেড৫ প্রো জিটি-এ থাকবে ৪জি VoLTE, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই 802.11ac (2.4GHz and 5GHz), ব্লুটুথ v4.2 LE সঙ্গে রয়েছে aptX সাপোর্ট, GPS/A-GPS এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। লেনোভো জেড৫ প্রো জিটি-এ রয়েছে নন-রিমুভেবল ৩৩৫০ mAh ব্যাটারি এবং এর ওজন মাত্র ২১০ গ্রাম।

ডিভাইসটি আগামী মাসের ২৪ তারিখ থেকে বিশ্বব্যাপী বিক্রি শুরু হবে। এটি ৬, ৮ ও ১২ গিগাবাইট র‍্যামের সংস্করণে পাওয়া যাবে। মূল্য হবে যথাক্রমে ২৬৯৮ ইউয়ান (৩২ হাজার টাকা), ৩৩৯৮ ইউয়ান (৪১ হাজার টাকা) ও ৪৩৯৮ ইউয়ান (৫৩ হাজার টাকা)।

লেনোভো জেড ৫ প্রো জিটি এর ফুল স্পেসিফিকেশন

GENERAL
Operating System Android OS, v8.1 (Oreo)
Custom UI ZUI 10
Device type Phablet
Sim Dual Sim
Colours Black
BODY
Dimensions 155.1 x 73 x 9.3 mm
Weight 210 g
DISPLAY
Screen size 6.39 inches
Form Factor Touch
Screen resolution 1080 x 2340 pixels, 19.5:9 ratio (~403 ppi density)
Touchscreen Capacitive Touchscreen
Technology (Display Type) Super AMOLED (Corning Gorilla Glass)
PROCESSOR
Chipset Qualcomm Snapdragon 855
CPU Octa Core (1 x 2.84GHz Kryo 485 + 3 x 2.42GHz Kryo 485 + 4x 1.80GHz Kryo 485)
GPU Adreno 640
STORAGE
Internal Storage 128/256/512 GB Storage
RAM 8/12 GB RAM
External Storage No
Phonebook Unlimited
Messaging SMS, MMS, Email, Push Mail, IM
Call Records Unlimited
CAMERA
Primary camera 16 MP (f/1.8) + 24 MP (f/1.8) Dual Camera with Dual LED Flash
Front Camera 16 MP (f/2.2) + 8 MP Pop-Up Dual Selfie Camera
Video Recording 2160p@30fps, 1080p@240fps
Camera Features AI Beauty, HDR, Panorama
MULTIMEDIA
Audio Player MP3, WAV, eAAC+
Video Player MP4, 3GP, MPEG, H.264, H.263
Games Yes
Speakers Yes
Audio Jack USB Type-C
BATTERY
Type Non-removable Li-ion 3350 mAh battery
CONNECTIVITY
GPRS Yes
Edge Yes
WLAN Wi-Fi 802.11 b/g/n/ac, hotspot
Bluetooth v5.0, A2DP, LE, EDR
USB 2.0, Type-C 1.0 reversible connector, USB OTG
GPS Facility with A-GPS, GLONASS, BDS
Browser HTML5
3G Speed HSPA, LTE
NETWORK SUPPORT
3G HSDPA
2G GSM 850 / 900 / 1800 / 1900 MHz
4G Dual VoLTE
MORE FEATURES
Sensors In-Display Fingerprint Sensor, Accelerometer, Gyro, Proximity, Compass
Other Features IR Face Unlock, AI Camera, Quick Charging

সূত্রঃ ইন্টারনেট

Leave a Reply