সহকারী অফিসার পদে কর্মসংস্থান ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি

কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার (সাধারণ) ও সহকারী অফিসার (ক্যাশ) পদে ১২৭ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদ সংখ্যা:
• সহকারী অফিসার (সাধারণ)
• ৬২টি
পদের নাম ও পদ সংখ্যা:
• সহকারী অফিসার (ক্যাশ)
• ৬৫টি
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
শিক্ষাগত যোগ্যতা:
• যেকোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী অথবা গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে গ্রেডপয়েন্ট এভারেজ (জিপিএ) বা কম্বাইন্ড গ্রেড পয়েন্ট এভারেজ (সিজিপিএ) ৪.০০ স্কেলে অন্যূন ২.২৫ বা ৫.০০ স্কেলে অন্যূন ২.৮১।
• সমগ্র শিক্ষাজীবনে অন্যন একটি প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমান থাকতে হবে।
• কোনাে পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে গ্রেড পয়েন্ট এভারেজ (জিপিএ) বা কম্বাইন্ড গ্রেড পয়েন্ট এভারেজ (সিজিপিএ) ৪.০০ স্কেলে অন্যূন ২.২৫ বা ৫.০০ স্কেলে অন্যূন ২.৮১ এর কম গ্রহণযােগ্য হবে না।
অভিজ্ঞতা:
• প্রযোজ্য নয়
চাকরির ধরন:
• ফুল টাইম
বেতন স্কেল:
• গ্রেড-১৩ (টাকা ১১,০০০-২৬,৫৯০)
কর্মস্থল:
• বাংলাদেশের যেকোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়স (২৬ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে):
• মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
• মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
• বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের নিয়ম:
• আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় লিংক:
• সম্পূর্ণ সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
• অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ:
• ২৭ অক্টোবর, ২০১৯।
সূত্রঃ বিডিজবস।