ঢাকায় একাধিক পদে জুনিয়র অফিসার/অফিসার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক

বাংলাদেশের বেসরকারি খাতের ব্যাংক হিসেবে অন্যতম হলো একটি ওয়ান ব্যাংক লিমিটেড (One Bank Limited)। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে একাধিক পদে ‘জুনিয়র অফিসার/ অফিসার’ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা জুনিয়র অফিসার/ অফিসার পদে আগামী ১৯ আগস্ট, ২০২২ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ব্যাংকের নাম:
– ওয়ান ব্যাংক লিমিটেড

পদের নামঃ
১. জুনিয়র অফিসার /অফিসার (কার্ড ডিভিশন)
২. জুনিয়র অফিসার / অফিসার (কার্ড ডাটা)

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

পদ সংখ্যা:
– ০২টি

শিক্ষাগত যোগ্যতা:
– যে কোন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস বিষয়ে স্নাতক/ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
– সন্তোষজনক একাডেমিক ট্র্যাক রেকর্ড থাকতে হবে।

অভিজ্ঞতা:
– যেকোন শীর্ষস্থানীয় ব্যাংকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী৷

প্রার্থীর ধরণ:
– নারী ও পুরুষ উভয়েই৷

বয়সসীমা:
– সর্বোচ্চ ৩৫ বছর।

কর্মক্ষেত্র:
– অফিসে।

অতিরিক্ত শর্তাবলী:
– নেতৃত্ব এবং দল গঠনের দক্ষতা থাকতে হবে।
– সক্রিয়, উৎসাহী এবং উদ্যমী মনোভাবাপন্ন হতে হবে।
– ভাল যোগাযোগ দক্ষতা এবং আন্তঃব্যক্তিক দক্ষতা এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে।

কর্মস্থল:
– ঢাকা।

বেতন ও ভাতা:
– আলোচনা সাপেক্ষে।
– এছাড়াও ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– আগ্রহী প্রার্থীরা নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন সরাসরি আবেদন করতে পারবেন:

জুনিয়র অফিসার / অফিসার (কার্ড ডিভিশন)
জুনিয়র অফিসার / অফিসার (কার্ড ডাটা)

আবেদনের শেষ তারিখ:
– ১৯ আগস্ট, ২০২২।

আরও দেখুন:
সারাদেশে ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
ঢাকায় একাধিক পদে অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক

সোর্সঃ বিডি জবস।

Related Articles

Leave a Reply