আকর্ষণীয় বেতনে এসও/ইও নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি ব্যানিজ্যিক ব্যাংক। ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পায় ২৩ মার্চ, ১৯৯৫ এবং প্রথম শাখার যাত্রা শুরু করে ২৫ মে, ১৯৯৫। সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘আইটি প্রোকিউরমেন্ট স্পেশালিস্ট (এসও/ইও)’ পদে পরিশ্রমী ও সৎ কর্মী খুঁজছে। আগ্রহীরা আইটি প্রোকিউরমেন্ট স্পেশালিস্ট পদে অনলাইনের মাধ্যমে আগামী ০২ এপ্রিল, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম:
– সাউথইস্ট ব্যাংক লিমিডেট
পদের নাম:
– আইটি প্রোকিউরমেন্ট স্পেশালিস্ট (IT Procurement Specialist)
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
পদ মর্যাদা:
– এসও/ইও
পদের সংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
– কম্পিউটার সায়েন্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী অথবা কোনো স্বনামধন্য সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল/আইটি-সম্পর্কিত সমমানের ডিগ্রি।
– কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি বা সিজিপিএ ২.৫০ এর কম গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা:
– পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরণ:
– ফুল টাইম।
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই।
কর্মস্থল:
– ঢাকা।
বেতন-ভাতা:
– ব্যাংকের সাম্প্রতিক বেতন স্কেল অনুযায়ী যোগ্য প্রার্থীকে আকর্ষণীয় বেতনের প্যাকেজ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
– শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– অনলাইনের মাধ্যমে আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আরও দেখুন:
– স্নাতক পাসে শাখা হিসাব কর্মকর্তা নিয়োগ দেবে ব্র্যাক
– স্নাতক পাসে এও/ অফিসার/ ইও নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক
– সারাদেশে প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, বেতন ৪৮ হাজার ৪০০
আবেদনের শেষ তারিখ:
– ০২ এপ্রিল, ২০২৩।
সূত্রঃ বিডি জবস।