অনলাইনে ব্যাংক এশিয়ার হিসাব খোলা সহজ হচ্ছে

অনলাইন ব্যাংক হিসাব খোলা সহজিকরণের লক্ষ্যে ব্যাংক এশিয়া লিঃ ও ইরা-ইনফোটেক লিঃ এর মধ্যে e-KYC সফটওয়্যার সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংক এশিয়া লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আরফান আলীর উপস্থিতিতে জনাব মোঃ সিরাজুল ইসলাম, সিইও ইরা-ইনফোটেক লিঃ এবং জনাব সরদার আখতার হামিদ, এসইভিপি অ্যান্ড হেড অফ চ্যানেল ব্যাংকিং, ব্যাংক এশিয়া লিঃ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

ব্যাংক এশিয়ার পক্ষ হতে জনাব হোসেন আহমেদ সিআইও জনাব মোঃ আহসানুল আলম হেড অব এজেন্ট ব্যাংকিং এবং ইরা-ইনফোটেক লিঃ এর পক্ষ হতে জনাব তৌহিদুল হক সিটিও সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

e-KYC হল ইলেকট্রনিক উপায়ে KYC করার একটি সহজতর মাধ্যম যা দ্বারা গ্রাহক নিজেই অথবা সহায়তাকারীর মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে ব্যাংক হিসাব খুলতে পারবেন। এটি আঙুলের ছাপ, ফেসিয়াল এবং এনআইডির মাধ্যমে প্রদত্ত তথ্য সমূহ রোবোটিক প্রসেস অটোমেশনের সাহায্যে যাচাই করার একটি দ্রুততম প্রক্রিয়া, যার দ্বারা ডিজিটাইজেশনের অগ্রযাত্রায় উন্মচিত হবে এক নতুন মাইলফলক।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

e-KYC বাস্তবায়নের মাধ্যমে ব্যাংক এশিয়া যে সব সুবিধা উপভোগ করবে—

– আর্থিক ব্যাবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা
– আর্থিক অন্তর্ভুক্তির বৃদ্ধি তরান্বিত করা
– তথ্য সমূহ সয়ংক্রিয় ভাবে সনাক্তকরণ, অনুমোদন এবং যাচাইকরণ
– হিসাব খোলায় ব্যক্তি তথ্যের ত্রুটি নির্মূল করা
– দ্রুত গ্রাহকসেবা নিশ্চিত করা
– আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা
– জনশক্তি এবং সময়ের সর্বোত্তম ব্যাবহার নিশ্চিত করা
– ডিজিটাইজেশনের অগ্রযাত্রাকে তরান্বিত করা
– যে কোন সময় দেশের যে কোন প্রান্তের যে কারো কাছে সেবা পৌঁছে দেয়া।

Related Articles

Leave a Reply