প্রবাসীদের জন্য ইসলামী ব্যাংকের আকর্ষণীয় সেবাসমূহ
প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ রেমিট্যান্সের অন্তঃপ্রবাহ ঘটে তার সিংহভাগই আসছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। ডলারের সংকটের সময়েও সর্বোচ্চ রেমিট্যান্স দেশে এনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেসরকারি খাতের জনপ্রিয় ইসলামী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে গত ডিসেম্বর মাসে ৫০১ মিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করে দীর্ঘ ১৩ বছর ধরে শীর্ষ স্থান ধরে রেখেছে।
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রবাসীদের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যে সেবাসমূহ প্রদান করে থাকে-
☉ বিশ্বের যেকোন দেশ থেকে সরাসরি ইসলামী ব্যাংকের যেকোন শাখায় আ্যাকাউন্ট থােলা যায়। সৌদি আরব, ইউএই, ওমান, কাতার, জদান ও সিঙ্গাপুরে ইসলামী ব্যাংকের প্রতিনিধি রয়েছেন। তারা প্রবাসীদের সরাসরি ব্যাংকিং সেবা দিচ্ছেন।
(বিস্তারিত: https://islamibankbd.com/feb/ksa.php)
☉ প্রবাসীদের রেমিট্যান্সর অর্থ দিনরাত ২৪ ঘন্টা নিমিষেই বিশ্বের যেকোন প্রান্ত থেকে গ্রাহকের অ্যাকাউন্টে জমা করা হয়।
☉ ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে, সহজেই রেমিট্যান্স জমা হয়। বর্তমানে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন, সৌদি আরব, সিঙ্গাপুর, ওমান, বাহরাইন ও মালদ্বীপ থেকেও সেলফিন ব্যবহার করা যাচ্ছে।
☉ সেলফিন আ্যাপে VISA Direct-এর মাধ্যমে যেকোন দেশ থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট/ রেমিট্যান্স গ্রহণ করা যায়।
☉ বিদেশ থেকে ইসলামী ব্যাংকের মােবাইল ব্যাংকিং এমক্যাশ নম্বরে সরাসরি অর্থ প্রেরণ ও গ্রহণ করা যায়।
☉ সরকার ঘােষিত ২.৫% প্রণাদনা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি জমা হয় এবং স্পট ক্যাশের মাধ্যমে প্রেরিত টাকার বিপরীতে প্রণোদনা সাথে সাথে উত্তোলন
করা যায়।
☉ RTGS/NPSB- এর মাধ্যমে ইসলামী ব্যাংকে পাঠানো রেমিটেন্স যেকোন ব্যাংকে তাৎক্ষণিক ও BEFTN-এর মাধ্যমে দ্রততম সময়ের মধ্যে জমা করা হয়।
☉ ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে নিম্নোক্ত সেবাগুলাে গ্রহণ করতে পারেন:
– ফরেন রেমিট্যান্সের টাকা উত্তোলন
– রেমিট্যান্স ট্রাকিং
– এটিএম থেকে টাকা উত্তলন
– যেকোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার
– মােবাইল ফিন্যান্সিয়াল সাভিস যেমন: বিকাশ, নগদ, এমক্যাশ, বিনিময় হিসাবে টাকা প্রেরণ
– মােবাইল রিচার্জ
– ইউটিলিটি বিল পরিশাধ
– ব্যাংক অ্যাকাউন্ট খোলা
– শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি, পাসপাের্ট ফি-সহ সকল সরকারি সেবার ফি পরিশােধের ব্যবস্থা।
☉ প্রবাসী উদ্যোক্তা বিনিয়ােগ প্রকল্প (NEIS)-এর মাধ্যমে ৫ লক্ষ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত বিনিয়ােগ সুবিধা রয়েছে।
☉ বৈদেশিক মুদ্রায় ‘মুদারাবা ফরেন কারেন্সি আ্যাকাউন্ট’ থোলা যায় এবং মুনাফাসহ সে অর্থ যেকোন সময় বিদেশে ফেরত নেয়া যায়।
☉ সহজে বাড়ি নির্মাণের লক্ষ্যে ৩ থেকে ১৫ বছরের জন্য প্রবাসীরা “মুদারাবা প্রবাসী গৃহায়ন সঞয় প্রকল্প’ অ্যাকাউন্ট খুলতে পারেন।
☉ ফ্রিল্যান্সারদের টাকা দ্রততম সময়ে ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। এ ছাড়া ফ্রিল্যান্সার ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে ৫০ হাজার থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়ােগ সুবিধা প্রদান করা হয়।
☉ প্রবাসীরা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে SMS করে অ্যাকাউন্টের ব্যালান্স ও হিসাব বিবরণী জানতে পারেন। (IBB > BAL > 8801714006969)
☉ ইসলামী ব্যাংকের কল সেন্টারে +৮৮০৯৬১১০১৬২৫৯ বা +৮৮০২৮৩৩১০৯০ ফোন করে সপ্তাহে ২৪ ঘন্টা বিশ্বের যেকোন প্রান্ত থেকে তথ্য ও অন্যান্য সেবা পাওয়া যায়।
বিস্তারিত জানতে:
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন। |
সূত্রঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
২ Comments