ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ১৬ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) এই মুনাফা বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬৭ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ২.৩০ টাকা। এ হিসাবে মুনাফা ০.৩৭ টাকা বা ১৬ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৯ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ০.৩৬ টাকা। এ হিসাবে মুনাফা ০.২৩ টাকা বা ৬৪ শতাংশ বেড়েছে।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০.৫৯ টাকায়।
আরও দেখুন:
– ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তার মৃত্যু
– ব্যাংকের এটিএম সেবার ফি বাড়ল