NPS এর নতুন সংযোজন Internet Banking Fund Transfer (IBFT)

National Payment Switch (NPS) এর মাধ্যমে ৫১ টা ব্যাংকের Cardholder রা অন্য ব্যাংকের ATM Booth থেকে টাকা তুলতে পারে। এটা সবার জানা! যদিও ভ্যাটসহ ১৫ টাকা চার্জ কাটে। তাও অনেকক্ষত্রেই এটা ভাল Option!

এর বাইরে ৪৮ টা ব্যাংকের Cardholder রা NPS সুবিধার আওতায় যেকোন ব্যাংকের POS Machine এর মাধ্যমে Purchase করতে পারে!

NPS এর নতুন সংযোগন হলো Internet Banking Fund Transfer (IBFT)! বাংলাদেশে ব্যাংকিং সেবায় নতুন একটা মাইলফলক হতে যাচ্ছে এটি। এই ধারাবাহিকতায় AB Bank আজকে থেকে তার গ্রাহকদের জন্য এই সুবিধাটি উন্মুক্ত করেছে!

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

AB Bank Instant Transfer এর মাধ্যমে আপনি ১৯ টি ব্যাংকের যেকোন একাউন্ট বা কার্ডে তাৎক্ষণিকভাবে (In Real Time) দিনে সর্বমোট ২ লাখ টাকা (সর্বোচ্চ ৫ বার এবং প্রতিবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা) পর্যন্ত Transfer করতে পারবেন। কোন রকম Fee লাগবে না, এমনকি ব্রাঞ্চেও আপনাকে আসতে হবে না। Internet Banking থাকলেই হবে। আর একটি কথা বলি Internet Banking এর ও আলাদা বাৎসরিক কোন ফি নেই। এটা সম্পূর্ণ বিনামূল্যে ব্যাবহার করতে পারবেন।

এই মুহূর্তে নিম্নোক্ত ১৯ টি ব্যাংকের যেকোন একাউন্ট বা কার্ডে টাকা Instant Transfer করতে পারবেন যেকোন প্রান্ত থেকেই!

DBBL, BRAC, SCB, Bank-Asia, BCB, Midland, Shimanto, Al-Arafah, IBBL, Pubali, UCBL, FSIBL, Exim, DBL, Southeast, MTB, City, Trust, & National Bank!

অর্থ হোক আরো অর্থপূর্ণ!

কার্টেসি: Hemal Jamiul Hasan, Principal Officer, AB Bank Limited.

Leave a Reply