মার্কেন্টাইল ব্যাংকের ১৫০তম শাখা উদ্বোধন

রাজধানীর নিকুঞ্জে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের ১৫০তম শাখা।
গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ শাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিকুঞ্জ শাখা উদ্বোধন করেন।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম. আমানউল্লাহ বিশেষ অতিথি হিসেবে ফিতা কেটে নিকুঞ্জ শাখার কার্যক্রম সূচনা করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যাংকিং সেবা ৫ দিন বন্ধ থাকবে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালক এ.এস. এম. ফিরোজ আলম ও আলহাজ্ব মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ডেইলি অবজারভার সম্পাদক ও ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক, বেস্ট হোল্ডিংস গ্রুপের চেয়ারম্যান আমিন আহমেদ প্রমুখ।
ব্যাংকের এভিপি ও নিকুঞ্জ শাখাপ্রধান ফারুক আহমেদ অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবর্গ।
মার্কেন্টাইল ব্যাংকের নিকুঞ্জ শাখা ডিএসই টাওয়ার, হোল্ডিং নং ৪৬, কবি ফারুক স্বরণী, রোড নং-২১, ওয়ার্ড নং-১৭, খিলক্ষেত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা-১২২৯-তে অবস্থিত।