নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক (IFIC BANK)। ব্যাংকটিতে “ডিরেক্ট সেলস এজেন্ট (লায়াবিলিটি বিজনেস/হোম অ্যান্ড মর্টগেজ লোন বিজনেস)” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম:
– ডিরেক্ট সেলস এজেন্ট (Direct Sales Agent)
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা:
– বাধ্যতামূলক নয়
– অভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।
বয়স সীমা:
– অনূর্ধ্ব ৩৪ বছর।
প্রার্থীর ধরন:
– নারী-পুরুষ উভয়ই
চাকরির ধরন:
– ফুল টাইম
বেতন-ভাতা:
– ১৫,০০০- ১৭,০০০ টাকা
কর্মস্থল:
– বাংলাদেশের যেকোনো জায়গায় এই নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় লিংক:
– সম্পূর্ণ সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ০৫ ডিসেম্বর, ২০২০।
সূত্রঃ বিডি জবস।