ঢাকায় এফএভিপি/এভিপি নিয়োগ দেবে আইসিবি ইসলামিক ব্যাংক

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড (ICB Islamic Bank Limited) বাংলাদেশের একটি বণিজ্যিক ব্যাংক যেটি মূলত ইসলামী ব্যাংকিং ব্যবসায় জড়িত। আইসিবি ইসলামিক ব্যাংক তার ব্যবসায়িক শক্তিশালী টিম গঠনের জন্য গতিশীল এবং পরিশ্রমী পেশাদারদেরকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আইসিবি ইসলামিক ব্যাংক তাদের ট্রেড সার্ভিসেস ডিভিশনে ‘এফএভিপি/ এভিপি’ পদে নিয়োগ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এফএভিপি/ এভিপি পদে আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।

ব্যাংকের নাম:
– আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

পদের নাম:
– এফএভিপি/ এভিপি- ট্রেড সার্ভিসেস

পদসংখ্যা:
– ১টি।

শিক্ষাগত যোগ্যতা:
– ব্যবসায়/ ব্যাংক ম্যানেজমেন্ট/ আইন বা যে কোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোন প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
– একাডেমিক রেকর্ডে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা:
– যেকোনো ব্যাংকের ট্রেড সার্ভিসেস বিভাগে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:
– সর্বোচ্চ ৪৫ বছর।

চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।

কর্মক্ষেত্র:
– অফিসে।

অন্যান্য শর্তাবলী:
– প্রার্থীকে অবশ্যই এলসি/ বিজি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
– ভাল আন্তঃব্যক্তিক, যোগাযোগ, সমস্যা সমাধান এবং সাংগঠনিক দক্ষতা থাকতে হবে।
– ইতিবাচক দৃষ্টিভঙ্গি/ মনোভাব সহ চমৎকার ব্যক্তিত্ব থাকতে হবে।
– কম্পিউটার অ্যাপ্লিকেশন অপারেটিং এ দক্ষতা থাকতে হবে।
– কঠোর পরিশ্রম এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
– ইংরেজিতে সাবলীল হতে হবে (বলা এবং লেখা)।

কর্মস্থল:
– ঢাকা।

বেতন ও ভাতা:
– আলোচনা সাপেক্ষে।
– এছাড়াও ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া:
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
– মনে রাখবেন আইসিবি ইসলামিক ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান।
– যে কোন ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন

অনলাইনে আবেদন

অথবা,
সাবজেক্ট লাইনে জব পজিশন/ অবস্থান উল্লেখ করে সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আপনার আপডেট করা সিভি ইমেইলে পাঠান- “hr.recruitment@icbislamic-bd.com“- এ।

আরও দেখুন: সারাদেশে ক্রেডিট অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

আবেদনের শেষ তারিখ:
– ১৮ সেপ্টেম্বর, ২০২২।

সোর্সঃ বিডি জবস।

Related Articles

Leave a Reply

Back to top button