পাঁচ সূচকে সবার উপরে ইসলামী ব্যাংক

আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংকিং খাতের পাঁচ সূচকে সবার উপরে রয়েছে ইসলামী ব্যাংক। ইসলাম ধর্মীয় নিয়মনীতিতে গড়ে ওঠা শরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংকিংয়ের পরিধি ক্রমেই বাড়ছে। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
দেশে ৫৯টি ব্যাংকের মধ্যে আমানত ও ঋণের হিসাবে দেখা গেছে, এক-চতুর্থাংশই এখন ইসলামিক ব্যাংকগুলোর দখলে। চলতি বছরের আগস্ট শেষে ইসলামী ব্যাংকের মোট আমানত (ডিপোজিট) সংগ্রহের পরিমাণ ৮৮ হাজার ৯৪৮ কোটি টাকা। ঋণ বিতরণ (বিনিয়োগ) হয়েছে ৮৩ হাজার ৬৩৭ কোটি টাকা। তথ্য অনুযায়ী, দুই সূচকেই অন্যান্য সকল ব্যাংকের তুলনায় সবার উপরে রয়েছে ব্যাংকটি।
নিয়ম অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে প্রতি তিন মাস পরপর আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয়। এরই আলোকে তালিকাভুক্ত ৩০টি ব্যাংক চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিক শেষে জানুয়ারি-জুন সময়ের প্রতিবেদনও প্রকাশ করেছে। যা নিয়ম অনুযায়ী স্টক এক্সচেঞ্জেও পাঠিয়েছে প্রতিষ্ঠানগুলো।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ব্যাংকগুলোর পাঠানো তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে সম্পদের দিক থেকে সবার উপরে রয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির সম্পদের পরিমাণ ১ লাখ ৫ হাজার ৯৩৬ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। ২০১৮ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির সম্পদের পরিমাণ ছিল ৯৯ হাজার ৭৯৫ কোটি ৯৩ লাখ ৩ হাজার টাকা। অর্থাৎ ছয় মাসে ব্যাংকটির সম্পদের পরিমাণ বেড়েছে ৬ হাজার ১৪০ কোটি ৭০ লাখ ৭৭ হাজার টাকা।
ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প ৬৪ জেলায় ২৮৮টি শাখার অধীনে ২২ হাজার ৫২৮টি গ্রামে বিস্তৃত। এর সাথে সম্পৃক্ত ১১ লাখেরও বেশি মানুষ। যার ৯২ শতাংশই নারী সদস্য। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, পল্লী উন্নয়ন প্রকল্পে ইসলামী ব্যাংকের মোট বিনিয়োগ প্রায় ৩ হাজার কোটি টাকার অধিক। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে এখন মোট এজেন্ট আউটলেট সংখ্যা ৫৮৫ টি। সর্বশেষ তথ্য অনুযায়ী, আউটলেটের মাধ্যমে বিনিয়োগের পরিমাণ ১ হাজার কোটি টাকার অধিক।
এছাড়া রেমিট্যান্স সংগ্রহের দিক থেকে ব্যাংকিং খাতের সবার শীর্ষে রয়েছে ইসালামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একক মাস হিসেবে শুধু আগস্ট মাসেই ২৯ কোটি ৩১ লাখ টাকার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। যা অন্যান্য সকল ব্যাংকের তুলনায় বেশি। ২০১৯ সালের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আহরণের পরিমান ১৯ হাজার ৪০৬ কোটি টাকা।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ব্যাংক সঞ্চয় বেড়েছে। পাশাপাশি হিসাবের (একাউন্ট) সংখ্যাও বেড়েছে আগের বছরের তুলনায়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের (২০১৯) জুন শেষে শিক্ষার্থীদের মোট হিসাব সংখ্যা ১৯ লাখ ৯৬ হাজার ৩টি। এর মধ্যে ৩ লাখ ৬৭ হাজার ৬২৩টি হিসাব ইসলামী ব্যাংকে। যা মোট হিসাবের ১৮ দশমিক ৫২ শতাংশ। এ হিসাবেও সবার উপরে ইসলামী ব্যাংক।