ফেইসবুক মেসেঞ্জারের ইসলামী ব্যাংকের ব্যাংকিং সেবা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আরেকটি যুগান্তকারী নতুন সেবা আপনার জীবনকে আরো সহজ করে দেবে! ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে একাউন্ট এর ব্যালেন্স, স্টেটমেন্ট, লোকেশন ও অফিস টাইমে কাস্টমার সার্ভিসের সেবা পাবেন।

আপনি ইসলামি ব্যাংকের অ্যাকাউন্টধারী গ্রাহক হলে ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে এই সেবাটি নিতে পারেন কোন চার্জ ছাড়াই।।

Step-1 আপনি নিচের লিংকটিতে ক্লিক করুন
http://m.me/islamibankbangladeshlimited
এটি ইসলামী ব্যাংকের মেসেঞ্জার পেইজ।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

– এরপর ম্যাসেঞ্জার ওপেন হয়ে অটো লেখা আসবে
Get Started
এবং
Please enter your Number registered with Islami Bank Bangladesh Ltd. e.g. 8801XXXXXXXXX

– আপনার মোবাইল নম্বরটি দিতে বলবে।
ব্যাংকের হিসাব খোলার ফরমে দেয়া মোবাইল নাম্বারটি ওখানে লিখুন এভাবে 8801xxxxxxxxx

Step-2 আপনার নাম দেখাবে, লেখা আসবে
– Hello ………………………….
Welcome to Islami Bank FB Messenger Banking.
এবং
Type 1 for My Banking
Type 2 for Nearest ATM
Type 3 for Nearest Branch
Type 4 for Chat with an Agent

Type Q to Exit

– আপনি যেই type এর সেবা নিতে চান উপরের তালিকা থাকে ঐ type এর নম্বরটি লিখুন।
যেমন 1 কিংবা 2 কিংবা 3 কিংবা 4 অথবা Q

– তখন আপনার মোবাইলে একটি OTP (one time PIN) আসবে। ঐ OTP নম্বরটি প্রেস করলেই ব্যাংকিং সেবা আপনার জন্য উম্মুক্ত হবে।

Step-3 এখানে
• ব্যাংক হিসাবের ব্যালেন্স,
• স্টেটমেন্ট
• খিদমাহ কার্ডের ব্যালেন্স,
• স্টেটমেন্ট
• নিকটস্থ শাখা ও
• এটিএম লোকেশন পাবেন
• কল সেন্টারের প্রতিনিধির সাথে চ্যাট
কোন সেবাটি নিতে চান সিলেক্ট করুন।

ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে এই সেবাটি দেশ কিংবা বিদেশ যে কোন জায়গা থেকেই নেয়া যাবে।

আমি নিজেও একজন গ্রাহক হিসেবে ব্যাবহার করে দেখেছি, খুব সহজেই সেবা পেয়েছি। আপনিও ট্রাই করে দেখুন! খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ!!!

বিঃদ্রঃ- যে কোন সমস্যা হলে কল সেন্টারে 16259 নম্বরে যে কোন মুহূর্তে কথা বলতে পারেন। যেখানেই থাকুন ইসলামী ব্যাংকের সাথেই থাকুন।

Related Articles

Leave a Reply