হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ এর দাম ও ফুল স্পেসিফিকেশন

টিআইবিঃ সম্প্রতি বাজারে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওয়াই সিরিজের নতুন ভার্সন ওয়াই সেভেন প্রো ২০১৯। ফোনটিতে রয়েছে আকর্ষণীয় ডিজাইন, ডিউড্রপ ডিসপ্লে, উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি, ভোল্টি সুবিধা এবং এআই ক্যামেরাসহ নানা ফিচার।
এক নজরে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯
- অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম
- ৬.২৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে
- ১.৮ গিগাহার্টজ গতির করটেক্স এ-৫৩ প্রসেসর
- ৩ গিগাবাইটের র্যাম
- এড্রিনো ৫০৬ জিপিউ
- ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সাথে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর
- ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার
- ৩২ জিবি ইন্টারনাল মেমোরি
- ডুয়েল ফোর জি সিম
- ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি।
হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও এবং ইএমইউআই ৮.২ ব্যবহার করা হয়েছে। ডিজাইনের দিক থেকে বেশ আকর্ষণীয়। এর ওপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট। ফোনটির এক অংশে রয়েছে ভলিউম রকার ও পাওয়ার বাটন। আর অন্য পাশে আছে সিম ও মেমোরি ট্রে।
১৫৮.৯ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৭৬.৯ মিলিমিটার আর এর পুরুত্ব ৮.১ মিলিমিটার। বেশ হালকা গড়নের এই ফোনের ওজন মাত্র ১৬৪ গ্রাম। স্মার্টফোনটির পেছনের দিকে কোনার ওপরের অংশে আছে দুটি রিয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের দিকে রয়েছে স্পিকার। এ ছাড়া সম্মুখ ভাগে রয়েছে ফ্রন্ট হিডেন ফ্ল্যাশ, সেন্সর, স্পিকার প্রভৃতি। এর পাশাপাশি এই ফোনে হোম/মেন্যু, অপশন ও ব্যাক—এই তিনটি বাটন রয়েছে।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ ফোনে ৬.২৬ ইঞ্চির আইপিএস এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আর এর ডিসপ্লের রেজ্যুলেশন হলো ৭২০x১৫২০ পিক্সেলের। ছবি তোলার জন্য হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সাথে রয়েছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই অটোফোকাস এবং সামনে ও পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ।
হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ স্মার্টফোনটিতে রয়েছে ৩ জিবি র্যাম যা মাল্টিটাস্কিংয়ের জন্য খুব উপকারী সাথে ৩২ জিবি ইন্টারনাল মেমোরি। স্বল্পমূল্যের স্মার্টফোনগুলোতে সাধারণত মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়ে থাকে। তবে এই ফোনে ব্যবহৃত হয়েছে উন্নত মানের স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট।
দীর্ঘস্থায়িত্বের চার্জিং নিশ্চয়তা দিতে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। চার্জ সংরক্ষণে থাকছে এআই পাওয়ার সেভিংস টেকনোলজি। ফলে দীর্ঘসময় চালিয়েও ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
মসৃণ টাচস্ক্রিন এবং অরোরা ব্লু, মিডনাইট ব্ল্যাক ও কোরাল রেডের আকর্ষণীয় তিনটি কালারের স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১৬,৯৯৯ টাকায়। এছাড়াও রবি, গ্রামীণফোন ও বাংলালিংক গ্রাহকদের জন্য থাকছে ডেটা বান্ডেল অফার।
হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ এর ফুল স্পেসিফিকেশন:
GENERAL | |
---|---|
Operating System | Android OS, v8.1 (Oreo) |
Custom UI | EMUI 8.2 |
Device type | Phablet |
Sim | Dual Sim |
Colours | Aurora Blue, Black |
BODY | |
Dimensions | 158.92 x 76.91 x 8.1 mm |
Weight | 168 g |
DISPLAY | |
Screen size | 6.26 inches |
Form Factor | Touch |
Screen resolution | 720 x 1520 pixels |
Touchscreen | Capacitive Touchscreen |
Technology (Display Type) | IPS LCD |
PROCESSOR | |
Chipset | Snapdragon 450 |
CPU | Octa Core 1.8 GHz |
GPU | Adreno 506 |
STORAGE | |
Internal Storage | 32 GB Storage |
RAM | 3 GB RAM |
External Storage | Up to 512 GB |
Card Slot | microSD Card |
CAMERA | |
Primary camera | 13 MP (f/1.8) + 2 (f/2.4) Dual Camera |
Front Camera | 16 MP Camera |
Video Recording | Yes |
Camera Features | Geo-tagging, HDR, Portait Mode |
MULTIMEDIA | |
Audio Player | MP3, WAV, AMR, AWB |
Video Player | MP4, 3GP, H.263, H.264, AAC, AAC+ |
Games | Yes |
Speakers | Yes |
Audio Jack | 3.5mm Audio Jack |
BATTERY | |
Type | Non-removable Li-Po 4000 mAh battery |
CONNECTIVITY | |
GPRS | Yes |
Edge | Yes |
WLAN | Wi-Fi 802.11 b/g/n, hotspot |
Bluetooth | v4.2 |
USB | microUSB v2.0 |
GPS Facility | with A-GPS, GLONASS |
Browser | HTML5 |
NETWORK SUPPORT | |
3G | HSDPA 900 / 1900 / 2100 MHz |
2G | GSM 850 / 900 / 1800 / 1900 MHz |
4G | Dual VoLTE |
MORE FEATURES | |
Other Features | Face Unlock |