১২ ঘন্টার ব‍্যাটারী ব্যাক আপ নিয়ে এলো Honor MagicBook

Honor 10 স্মার্টফোনের সাথে লঞ্চ হল Honor Magicbook। চীনে এই ল্যাপটপটি লঞ্চ কর হুয়াওয়ে। ডিজাইনের দিক থেকে অনেকটার অ্যাপেল ম্যাকবুকের মতো দেখতে নতুন এই ল্যাপটপ। গ্লেশিয়াল সিলভার, স্টার গ্রে, নেবুলা ভায়োলেট কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন এই লাইটওয়েট ল্যাপটপ। ২৩ এপ্রিল থেকে চীনে শুরু প্রি-অর্ডার শুরু করেছে Honor Magicbook এর।

Honor Magicbook এ আছে ১৪ ইঞ্চি FHD (1920×1080) ডিসপ্লে। ল্যাপটপের বেজেল মাত্র ৫.২ মিমি চওড়া। Honor Magicbook এর ভিতরে রয়েছে 8th generation Intel Core i5 অথবা i7 প্রসেসার। সাথে রয়েছে 8GB RAM আর 256GB SSD। এছাড়াও নতুন এই ল্যাপটপে রয়েছে GB Nvidia GeForce GeForce MX150 গ্রাফিক্স সাপোর্ট।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

CPU ও GPU দুই এর জন্যই Honor Magicbook এ রয়েছে হিট পাইপ দিয়ে একটি মাত্র ফ্যান। আর ল্যাপটপের ভিতরে আছে একটি 57.4Wh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারি দিয়ে গ্রাহকরা ১২ ঘন্টা পর্যন্ত ব্যাক-আপ পাবেন এই ল্যাপটপে। এছাড়াও কানেক্টিভিটির জন্য Honor Magicbook এ রয়েছে USB Type-C পোর্ট যার মাধ্যমে শূণ্য থেকে ৭০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র এক ঘন্টা।

Honor Magicbook এর বডি তৈরী অ্যালুমিনিয়াম দিয়ে। ল্যাপটপটির ওজন মাত্র ১.৪৭ কিলোগ্রাম। USB Type-C এর সাথেই এই ল্যাপটপে রয়েছে USB 3.0 ও USB 2.0 পোর্ট, HDMI পোর্ট ও হেডফোন জ্যাক। এছাড়াও ধামাকাদার আওয়াজের জন্য এই ল্যাপটপে রয়েছে ৪টি স্পিকার সাথে রয়েছে ডলবি অ্যাটম ও ডুয়াল মাইক। এছাড়াও এই ল্যাপটপে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Honor Magicbook এর স্পেসিফিকেশনঃ

  • 14-inch (1920 x 1080 pixels) Full HD display with 800:1 contrast, 250 nits brightness
  • 8th Gen Intel Core i5-8250U (3.4GHz) / i7-8550U processor (4GHz) with 2GB DDR5 NVIDIA GeForce MX150 GPU
  • 8GB DDR4 2400MHz RAM, 256GB PCIe SSD
  • Windows 10 Home
  • 1MP HD webcam, built-in dual digital microphones
  • WiFi 802.11ac 2×2 (2.4GHz and 5GHz), Bluetooth 4.1
  • Dimensions: 360.7 x 243.6mm x 15.9mm; Weight: 1.95kg
  • USB Type-C x 1, USB 3.0 (Type A) x 1, USB 2.0 (Type A) x 1
  • 3.5mm audio jack, microphone combo, 4 speakers, Dolby Atmos
  • 57.4Wh battery with up to 12h of local video playback.

চীনে Honor Magicbook এর i7 ভেরিয়েন্টের দাম ৫,৬৯৯ ইউয়ান এছাড়াও i5 ৪,৯০০ ইউয়ান নির্ধারন করা হয়েছে।  যদিও ভারতে কবে থেকে এই ল্যাপটপ পাওয়া যাবে সেই ব্যাপারে কিছু জানায়নি এই চীনা কোম্পানিটি।

Leave a Reply

Back to top button