অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করবেন যেভাবে

টিআইবিঃ আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। Google ২০১৬ সালে কোম্পানির ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট Google Assistant লঞ্চ করেছিল।

বাজারে একই রকমের ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট লঞ্চ করেছে Apple, Amazon, Samsung এর মতো টেক জায়েন্ট্রাও। কিন্তু নিজের প্রতিযোগী Siri, Alexa ও সম্প্রতি লঞ্চ হওয়া Bixbi এর থেকে অনেকটাই এগিয়ে Google Assistant। Android, iOS সহ স্মার্ট টিভি, রেফ্রিজারেটার, স্মার্ট স্পিকারের মতো ডিভাইসেইও গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যায়।

সার্চ করার পাশাপাশি এখন ঘরের লাইট বন্ধ করা থেকে ফোনের WiFi অফ করার মত্তো কাজও কন্ঠস্বর এর মাধ্যমে Google Assistant দিয়ে করা যায়। আজ টিআইবিতে Google Assistant কিভাবে আপনার আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসের ইনস্টল করবেন সে সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করবো।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করবেন যেভাবে

কোথায় থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করবেন?

  • বেশিরভাগ ফোনেই গুগল অ্যাসিস্ট্যান্ট প্রি-ইনস্টলড থাকবে। যদি গুগল অ্যাসিস্ট্যান্ট ইনস্টল না থাকে তবে Android গ্রাহকরা Google Play Store এ গিয়ে সহজেই গুগল অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করে নিতে পারেন।
  • iOS গ্রাহকদের গুগল অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করতে App Store এ যেতে হবে।

অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট সেট আপঃ

স্টেপ ১। হোম বাটন প্রেস করে তিন সেকেন্ড হোল্ড করুন।

স্টেপ ২। সবার Google Assistant এর ‘টার্মস ও কন্ডিশান’ এগ্রি করুন।

স্টেপ ৩। ‘ভয়েস কমান্ড অ্যাকটিভেট’ করে ‘OK Google’ কমান্ড অ্যাকটিভেট করুন।

স্টেপ ৪। এবার ডান এ ক্লিক করলে আপনার ফোনে Google Assistant সেট আপ শেষ হয়ে যাবে।

iOS ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট সেট আপঃ

স্টেপ ১। গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ওপেন করুন।

স্টেপ ২। অ্যাপ এর মধ্যে নির্দেশাবলী মেনে চলুন।

স্টেপ ৩। ‘Ok Google’ ডিটেকশান অন করে দিন।

স্টেপ ৪। অ্যাপ আপনাকে চারবার ‘Ok Google’ ও ‘Hey Google’ কমান্ড বলতে বলবে।

স্টেপ ৫। এই স্টেপ শেষ করে নিলে আপনার ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট সেট আপ হয়ে গিয়েছে।

এটাই অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করার সঠিক পদ্ধতি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Related Articles

Leave a Reply

Back to top button