উবুন্টু ১৮.১০ ভার্সন আপডেট দিয়ে ১৯.০৪ করবেন যেভাবে

টিআইবিঃ ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু বিশ্বব্যাপী সমাদৃত। সম্প্রতি উবুন্টু সর্বশেষ সংস্করণ ১৯.০৪ উন্মুক্ত করেছে। অপারেটিং সিস্টেমটির আপগ্রেড করার বিস্তারিত পদ্ধতি সম্বন্ধে আলোচনা থাকছে আমাদের আজকের পোস্টে।
অপারেটিং সিস্টেমটি আপগ্রেডে কোন অফলাইন পদ্ধতি রাখা হয়নি, তাই এই আপগ্রেড প্রক্রিয়ার ডিভাইস ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে। ২টি পদ্ধতির ব্যবহার করে এই আপগ্রেড প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে। একটি টার্মিনালে কমান্ড কোড এবং অন্যটি জিইউআই। আজ আমারা উভয় পদ্ধতি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।
টার্মিনাল ব্যবহার করে:
টার্মিনাল প্রক্রিয়া ব্যবহার করে আপডেট করার ক্ষেত্রে যা করতে হবে;
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
- প্রথমে যাচাই করে নিতে হবে ‘আপডেট ম্যানেজার’ চালু আছে কিনা। এজন্য টার্মিনালে গিয়ে নিচের কমান্ড চালু করতে হবে।
sudo apt install update-manager-core
- এরপর আপগ্রেড উপযোগী ভার্সন যাচাই করতে নিচের কোডটি চালু করতে হবে।
do-release-upgrade -c
- সবকিছু ঠিক থাকলে নিচের কোডটি দিয়ে আপগ্রেড প্রক্রিয়া চালু করা যাবে।
sudo do-release-upgrade
জিইউআই ব্যবহার করে:
টার্মিনাল ব্যবহারে অভ্যস্ত না হলে এই পদ্ধতিতে সহজেই উবুন্টু আপগ্রেড প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এজন্য যা করতে হবে;
- প্রথমে সার্চ অপশন থেকে ‘Software & Updates’ অপশনটি খুজে বের করতে হবে। সেখান থেকে আপডেট অপশনটি থেকে আপগ্রেড করা যাবে।
- এই প্রক্রিয়ায় আপডেট পেতে ব্যর্থ হলে নিচের উপায়ে সমাধান করা যায়।
- Alt+F2 বাটন চেপে সেখানে নিচের কমান্ডটি দিলে আপনার ডিভাইসটিকে লিনাক্স সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করে দেয়া হবে এবং সহজেই আপগ্রেড করতে পারবেন।
update-manager -c
- তারপরেও আপগ্রেড প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে পুনরায় Alt+F2 বাটন চেপে সেখানে নিচের কমান্ডটি দিতে হবে।
/usr/lib/ubuntu-release-upgrader/check-new-release-gtk
- তাহলে সর্বশেষ ভার্সনটি প্রদর্শিত হবে এবং ‘Yes, Upgrade Now’ অপশনটি চালু করলে আপগ্রেড হওয়া শুরু হবে।