উইন্ডোজ পিসি থেকে আইফোনে গান স্থানান্তর করবেন যেভাবে?

টিআইবিঃ আইফোন ব্যবহারকারীদের অনেকেই কম্পিউটারে থাকা মিউজিক বা ভিডিও আইফোনে নিতে গিয়ে বিপাকে পড়েন। অ্যান্ড্রয়েডের মতাে সাধারণ নিয়মে এটি হবে না। এ জন্য জানতে হবে একটি কৌশল।
সাধারণত অ্যান্ড্রয়েড ওএস চালিত ডিভাইসে সহজেই ডেস্কটপ কম্পিউটার থেকে ফাইল নেওয়া যায়। এ ক্ষেত্রে ডিভাইসটি কম্পিউটারের সঙ্গে সংযোগের পর ফোল্ডারে তথ্য আদান-প্রদানের মতো করেই ফাইল আদান প্রদান করা যায়।
তবে আপনি যদি উইন্ডোজ পিসি ব্যবহার করেন এবং ফোনটি আইফোন হলে ফাইল স্থানান্তরের কাজটি এতটা সহজ হবে না। আরও কয়েকটি পদক্ষেপ নিতে হবে।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
উইন্ডোজ পিসি থেকে আইফোনে গান স্থানান্তর করবেন যেভাবে?
১। প্রথমে এই লিংকে গিয়ে আইটিউন সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
২। তারপর কম্পিউটারে ডাটা ক্যাবলের মাধ্যমে আইফোন/আইপ্যাডটি সংযুক্ত করতে হবে (এ ক্ষেত্রে ডিভাইসটি অবশ্যই আনলক থাকতে হবে)।
৩। এরপর আইটিউনস সফটওয়্যারটি চালু করলে উপরের ডান পাশে একটি মোবাইল আইকন দেখা যাবে। সেখানে ক্লিক করলে দেখা যাবে ডিভাইসটি কম্পিউটারের সঙ্গে যুক্ত হয়েছে এবং ডিভাইসটিতে নাম, স্টোরেজ ও ব্যাটারি সংক্রান্ত তথ্য দেখা যাবে।
৪। আইটিউনসের বাম পাশ থেকে ‘use my device’ অপশন থেকে ‘music’-এ ক্লিক করতে হবে।
৫। তারপর কম্পিউটারে থাকা মিউজিক ফাইলটি ড্রাগ করে মিউজিক প্লে লিস্টে ড্রপ করতে হবে। কিছু সময়ের মধ্যেই ফাইলটি মিউজিক লিস্টে যুক্ত হয়ে যাবে।
৬। এরপর ‘DONE’ বাটনে ক্লিক করতে হবে।
৭। যদি কোন ভিডিও নিতে চান সেক্ষেত্রে ‘MOVIES’ অপশনটিতে গিয়ে একই পদ্ধতিতে ভিডিওটি আইফোনে নেওয়া যাবে।
এই পদ্ধতিতে উইন্ডোজ পিসি থেকে আইফোন বা আইপ্যাড মিউজিক বা ভিডিও নেয়া যাবে। আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।