কিভাবে আইফোন থেকে কম্পিউটারে ছবি স্থানান্তর করবেন

টেকনো ইনফোঃ দিনে দিনে আইফোনের জনপ্রিয়তা বেড়েই চলছে। আর মানুষ Android থেকে iOS এর দিকে ঝুঁকে পরছে। কিন্তু সাম্প্রতিক কালে অ্যাপেল product-এ ইকোসিস্টেম এর কারনে অনেক সহজ কাজকেও জটিল মনে হতে পারে।ধরুন যদি আপনি একজন android ইউজার হয়ে থাকেন এবং প্রথম বারের মত iOS ইউস করেন তবে আপনি আইফোন থেকে কম্পিউটারে ছবি transfer পদ্ধতি দেখে সত্যি অবাক হবেন। যেখানে android এর ক্ষেত্রে জাস্ট plug and play সেখানে আইফোনের ক্ষেত্রে বিষয়টি একটু জটিল। তাই আজকের পোস্টে আপনাদের দেখাবো কিভাবে আইফোন থেকে কম্পিউটারে ছবি স্থানান্তর করবেন।

অটো প্লে এর মাধ্যমে আইফোন থেকে কম্পিউটারে ছবি Transfer:

নিচের পদ্ধতি গুলোর মাধ্যমে শুধু আপনার গ্যালারিতে থাকা ছবি গুলো Transfer করা যাবে। এটি iCloud বা অন্য কোন প্রকারের ছবি বা মিডিয়া ষ্টোরেজে থাকা ছবি কম্পিউটারে Transfer করা যাবে না। এখন আমরা দেখাবো কিভাবে উইন্ডোজের অটো প্লে অপশন ব্যবহার করে আইফোন থেকে পিসিতে ছবি স্থানান্তর করা যায়।

কিভাবে আইফোন থেকে কম্পিউটারে ছবি স্থানান্তর করবেন

১৷ উইন্ডোজ ১০ এর ক্ষেত্রে

  • প্রথমে আপনার আইফোনটি USB Cable দিয়ে কম্পিউটারের সাথে সংযুক্ত করুণ।
  • এরপর আইফোনটি আনলক করুণ এবং কম্পিউটারকে কাজের অনুমতি দিন।
  • একটি পপ আপ দেখাবে, এখানে Photos and Videos তে ট্যাপ করুণ।
  • মাই কম্পিউটার ওপেন করুণ এবং Import Pictures and Videos এর উপর মাউস দিয়ে Right Click করুণ।
  • আপনার আইফোনের Pictures and Videos এ Scanning আরাম্ভ হবে।
  • More Options-এ ক্লিক করে Import Settings করুণ/এ সম্পর্কে জানা না থাকলে OK বাটনে ক্লিক করুণ।
  • সর্বশেষে যে ছবি গুলো Import করতে চান সেগুলো Select করে Import বাটনে ক্লিক করুণ। ব্যাস কেল্লাফতে কাজ শুরু হয়ে যাবে।

২৷ উইন্ডোজ ৮/৮.১ এর ক্ষেত্রে

  • প্রথমে নিশ্চিত করুণ আপনার কম্পিউটারে iPhone Drivers যথাযথ ভাবে ইন্সটল করা আছে।
  • আপনার আইফোনকে Lightening Cable দ্বারা কম্পিউটারের সাথে সংযুক্ত করুণ এবং যথাযথ ভাবে সংযুক্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুণ।
  • উইন্ডোজ আইফোন কে নির্বাচন করার পরে কাজ করার অনুমতি দিন।
  • মাই কম্পিউটার / আপনার পিসি ওপেন করুণ এবং iPhone Device কে navigate করুণ।
  • iPhone Device এ Right ক্লিক করে “Import picture and videos” নির্বাচন করুণ।
  • এরপর “Review, organize and group items to import” বাটন নির্বাচন করে next ক্লিক করুণ।
  • যে ছবি গুলো Import করতে চান সেগুলো select করে Import বাটনে ক্লিক করুণ।

৩৷ উইন্ডোজ ৭ এর ক্ষেত্রে

উইন্ডোজ ৭ এ আইফোন থেকে ছবি Import করা সবচেয়ে সহজ আসুন জেনে নেই কিভাবে…?

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।
  • আপনার আইফোনটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুণ এবং অটো প্লে Dialogue Box এর জন্য অপেক্ষা করুণ।
  • “Import Pictures and Videos” তে ক্লিক করুণ।
  • Importing options পছন্দ করুণ এবং “Import” বাটনে ক্লিক করুণ স্থানান্তর শুরু হয়ে যাবে ।

৪৷ AnyTrans এর মাধমে আইফোন থেকে কম্পিউটারে ছবি স্থানান্তর

উপরের পদ্ধতি গুলো যদি আপনার কাছে জটিল মনে হয় তবে আপনার জন্য রয়েছে AnyTrans সফটওয়্যার। উইন্ডোজ বেস কম্পিউটার এর মাধমে আপনি iCloud সহ সব ধরনের ছবি শুধু মাত্র একটি ক্লিক দ্বারা import করতে পারবেন। AnyTrans এর মাধমে আইফোনের সব গুলো মডেল থেকে কোন প্রকার ঝামেলা ছাড়াই ছবি স্থানান্তর করতে পারবেন। আসুন দেখে নেই কিভাবে করবেন….

  • প্রথমে AnyTrans সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড ও ইন্সটল করুণ।
  • সফটওয়্যার ইন্সটল করার পরে iPhone Drivers আপডেট করার জন্য আপনার কম্পিউটার রিবুট করুণ।
  • AnyTrans ওপেন করুণ এবং Lightning Cable দ্বারা আইফোন কম্পিউটারের সাথে connect করুণ।
  • এরপর dashboard এ “connect to pc” দেখাবে।
  • AnyTrans এর সাথে আইফোনের সফল সংযোগের পর প্রথম transfer এর সময় অনেক গুলো অপশন দেখতে পাবেন।
  • আপনার কম্পিউটারে যা কপি করতে চান তা AnyTrans থেকে categories নির্বাচন করুণ।
  • আপনার কম্পিউটারের ডান পাশের right arrow বাটনে ক্লিক করুণ।
  • আইফোন থেকে কম্পিউটারে আপনার পছন্দের ছবি ও ভিডিও স্থানান্তর শুরু হয়ে যাবে।

শেষকথা

আশা করি উপরের পোস্টটি পড়ে সহজেই আপনার আইফোন থেকে কম্পিউটারে ছবি transfer করতে পারবেন। এটা আইফোনের জন্য খুবই জরুরী কেননা প্রায়ই আমাদের আইফোনের মেমোরি ফুল হয়ে যায়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Back to top button