কিভাবে আইফোন ব্যবহারকারীরা জিমেইল অ্যাপ ব্যবহার করে অর্থ পাঠাবেন?

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি গুগল আইফোনে Gmail এর একটি নতুন ফিচার যুক্ত করেছে যা মাধ্যমে ইমেলই ব্যবহার করে যে কেউ টাকা পাঠাতে পারবেন। এটি এমন একটি বৈশিষ্ট্য যা আগে থেকেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ছিল। এর মানে এখন আপনি অতি দ্রুত নগদ টাকা যে কোন ঠিকানায় পাঠাতে পারেন।

এটি Google Pay ব্যবহার করে পেপ্যাল, ভেনমো এবং অ্যাপল পে ক্যাশের সাথে প্রতিযোগিতা করে এমন কোম্পানির পেমেন্ট সার্ভিস। যদি আপনি একবার ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে Google Pay অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে এটি ব্যবহার আপনার সত্যিই খুব সহজ হয়ে যাবে।

Google Pay সেট আপ করুন

Gmail এর মাধ্যমে টাকা পাঠাতে এবং গ্রহণ করতে আপনার একটি Google Pay অ্যাকাউন্ট থাকতে হবে।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।
Source: cnbc
  • প্রথমে Google Pay ওয়েবসাইটে যান
  • ওয়েবসাইটের বামপাশে ‘পেমেন্ট মেথডস’ লেখা অপশনে ক্লিক করুন
  • এরপর ‘অ্যাড পেমেন্ট মেথড’ অপশনে ক্লিক করুন।

এখন আপনি Gmail এর মাধ্যমে আপনার আইফোন ব্যবহার করে টাকা পাঠাতে প্রস্তুত।

কিভাবে আইফোন ব্যবহারকারীরা জিমেইল অ্যাপ ব্যবহার করে অর্থ পাঠাবেন?

  • প্রথমে আইফোনের জিমেইল অ্যাপ ওপেন করুন
  • এরপর গ্রাহকের ইমেইল অ্যাড্রেস দিন। এক্ষেত্রে গ্রাহকের জিমেইল অ্যাকাউন্ট থাকা আবশ্যক নয়।
  • ইমেইলের সাবজেক্ট-এর জায়গা পূরণ করুন।
  • এরপর স্ক্রিনের ডান পাশে উপরে পেপারক্লিপ আইকনে ক্লিক করুন।
  • তারপর নিচের দিকে স্ক্রল করে ‘সেন্ড মানি’ অপশন বাছাই করুন।
  • এখানে ব্যবহারকারী ঠিক কী পরিমাণ অর্থ পাঠাতে চান তা লিখুন ( সর্বোচ্চ $ ৯,৯৯৯ )।
  • এখন যে ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে অর্থ পাঠাতে চান সেটি বাছাই করুন।
  • এরপর ‘অ্যাটাচ মানি’ অপশনে ক্লিক করুন।
  • তারপর লেনদেনের জন্য একটি মেমো যোগ করুন (যদিও তা আবশ্যক নয়)।
  • এরপর ইমেইলটি পাঠিয়ে দিলেই আপনার অর্থ পাঠানো শেষ হয়ে যাবে।

এখন প্রশ্ন গ্রাহক কিভাবে এই অর্থ পাবেন?

গ্রাহকের কাছে ই-মেইলটি পৌঁচ্ছার পরে তিনি যে ব্যাংক অ্যাকাউন্টে ওই অর্থ নিতে চান তা দিতে হবে। তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রাহকের নির্দিষ্ট সেই অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে।

আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের একান্ত কাম্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ্ হাফিজ।

Related Articles

Leave a Reply

Back to top button