কম্পিউটারে অ‍্যান্ড্রয়েড অ্যাপ চালাবেন যেভাবে

টিআইবিঃ আসসালামু আলাইকুম। টেকনো ইনফো বিডিতে সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে অ‍্যান্ড্রয়েড অ‍্যাপস কম্পিউটার চালাবেন। তবে চলুন আর কথা না বাড়িয়ে মূল পোস্টে আসা যাক।

আজকাল সবার পকেটেই একটি বা একাধিক অ‍্যান্ড্রয়েড ফোন রয়েছে। আর অ‍্যান্ড্রয়েড প্লে স্টোরে রয়েছে কয়েক লক্ষ অ্যাপস। প্রতিদিন আমরা সেই অ্যাপসগুলি ব্যবহার করে থাকি। এই সব অ‍্যান্ড্রয়েড অ্যাপস কম্পিউটারে চালানোর স্বপ্ন দেখেন অনেক গ্রাহক। কিন্তু কম্পিউটারে আলাদা অপারেটিং সিস্টেম চলার কারণে অ‍্যান্ড্রয়েড অ্যাপ চালানো সম্ভব হয়ে ওঠে না।

তবে কম্পিউটারে অ‍্যান্ড্রয়েড অ্যাপ চালানো অসম্ভব কোন কাজ নয়। Chrome ব্রাউজারে ‘App Runtime for Chrome (ARC) project’ এর মাধ্যমে যে কোন ডেস্কটপ কম্পিউটারে অ‍্যান্ড্রয়েড অ্যাপস চালানোও যাবে। শুরুতে শুধুমাত্র ডেভেলপারদের জন্য সীমিত থাকলেও এখন যে কেউ এই অ্যাপস ডাউনলোড করে কম্পিউটারে অ‍্যান্ড্রয়েড অ্যাপ চালাতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

আসুন দেখে নেওয়া যাক কীভাবে Chrome ব্রাউজারে অ‍্যান্ড্রয়েড অ্যাপ চালাবেন-

শুরুতেই যা জেনে নেওয়া দরকার:

  • একসাথে একটি অ্যাপ লোড করা যাবে।
  • অ্যাপ এর উপরে নির্ভর করে সেই অ্যাপ এর লে আউট সিলেক্ট করতে হবে (পোট্রট অথবা ল্যান্ডস্কেপ)।
  • গ্রাহক ফোন না ট্যাবলেট মোডে অ্যাপ চালাতে চান তা জানাতে হবে।
  • গ্রাহককে অবশ্যই লেটেস্ট ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে।
  • এই টুলে Android 4.4 ভার্সান সাপোর্ট করে। তাই যে অ্যাপ ইনস্টল করবেন সেই অ্যাপ অবশ্যই Android 4.4 ভার্সানে সাপোর্ট করতে হবে।

নীচের পদ্ধতি অনুসরন করে ডেস্কটপ কম্পিউটারে অ‍্যান্ড্রয়েড অ্যাপ চালান:

স্টেপ ১। কম্পিউটার থেকে Chrome ব্রাউজার ওপেন করুন।

স্টেপ ২। এক্সটেনশান থেকে ARC Welder সার্চ করুন।

স্টেপ ৩। এই এক্সটেনশান ইনস্টল করে ‘Launch app’ বাটনে ক্লিক করুন।

স্টেপ ৪। এবার কম্পিউটারে যে অ‍্যান্ড্রয়েড অ্যাপ চালাতে চান তার APK ফাইল ডাউনলোড করুন।

স্টেপ ৫। এক্সটেনশানের ভিতরে ‘Choose’ বাটনে ক্লিক করে ডাউনলোড করা APK ফাইল সিলেক্ট করুন।

স্টেপ ৬। অ্যাপ সেটিংস থেকে ওরিয়েন্টেশান ও ফর্ম ফ্যাক্টার সিলেক্ট করুন।

স্টেপ ৭। এবার ‘Test’ বাটনে ক্লিক করলেই অ‍্যান্ড্রয়েড অ্যাপ কম্পিউটারে চলতে শুরু করে দেবে।

মাথায় রাখবেন এই টুল দিয়ে সব অ‍্যান্ড্রয়েড অ্যাপ কম্পিউটারে একবারে চালাতে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে ওরিয়েন্টেশান ও ফর্ম ফ্যাক্টার বদল করে দেখতে পারেন।

Leave a Reply

Back to top button