কম্পিউটার থেকে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করবেন কিভাবে?

টিআইবিঃ আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর মেহেরবানীতে সবাই ভালো আছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে ইন্সটাগ্রাম অন্যতম একটি জনপ্রিয় মাধ্যম হিসাবে পরিগণিত হচ্ছে। এই জনপ্রিয় সামাজিক মাধ্যমটি ব্যবহার এর জন্য মোবাইল অ্যাপটি বেশি ব্যবহার করা হয়। আজ আমরা জানবো কিভাবে কম্পিউটার থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করবেন।
৪০ কোটির বেশি গ্রাহক রয়েছেন এই ফটো শেয়ারিং প্ল্যাটফর্মে। ইন্সটাগ্রাম অ্যাপ থেকে ছবি, ভিডিও স্টোরি সহ একাধিক উপায়ে পোস্ট করা সম্ভব। তবে এই অ্যাপ ব্যবহার করার জন্য মোবাইল থাকলে ভালো। ইন্সটাগ্রামের ওয়েব ভার্সান থেকে বিশেষ কিছু করা সম্ভব নয়।
ডেস্কটপ ইন্টারফেস থেকে শুধুমাত্র অন্য গ্রাহকদের পোস্ট করা ফটো, ভিডিও দেখা এবং নিজের অ্যাকাউন্টের সব তথ্য ডাউনলোড করা সম্ভব। আপাতত সীমিত কাজে ডেস্কটপে ইন্সটাগ্রাম ব্যবহার করা যায়।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
কম্পিউটার থেকে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করবেন যেভাবে
শুরুতেই ডেস্কটপে লেটেস্ট Google Chorome ব্রাউজার ইন্সটল করুন। এরপরে নীচের পদ্ধতিগুলো অনুসরন করুন।
- ডেস্কটপ থেকে Google Chorome ব্রাউজার ওপেন করুন।
- এরপর www.instagram.com এ গিয়ে লগইন করুন।
- ব্রাউজারের ডান দিকে উপরে তিনটি বিন্দুতে ক্লিক করুন।
- এখানে ‘More tools‘ সিলেক্ট করে ‘Developers tools‘ এর যান (কি-বোর্ডে Ctrl+Shift+C শর্কাট প্রেস করতে পারেন)।
- ‘Developers tools‘ পেজে ‘Mobile‘ আইকনে ক্লিক করুন।
- এবার ওয়েবপেজ রিলোড করুন।
- ওয়েবপেজের নীচে মাঝের দিকে ‘+‘ চিহ্নে ক্লিক করুন।
- এবার যে ছবিটি আপলোড করতে চান তা ব্লক করে সিলেক্ট করুন।
- ছবি পোস্ট করার সময় কোন ক্যাপশান লিখতে চাইলে তা লিখে দিন।
- এবার শেয়ার বাটনে ক্লিক করে ডেস্কটপ থেকে আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ডে ছবি পোস্ট করতে পারবেন।
আজ আমরা জানলাম কিভাবে ডেক্সটপ ভার্সনে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ডে ছবি পোস্ট করবেন। আজকের মত এখানেই বিদায়। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
One Comment