কিভাবে কম্পিউটারের গেমস অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট বা টিভিতে খেলবেন?

টিআইবিঃ আসসালামু আলাইকুম। প্রযুক্তির বিপ্লবের সাথে সাথে মানুষ ডেস্কটপ বা ল্যাপটপের দিক থেকে স্মার্টফোনের দিকে ঝুঁকে পড়েছে। স্মার্টফোনে এখন ডেস্কটপ বা কম্পিউটারে প্রায় সব কাজ করা সম্ভব। কিন্তু তারপরও যেন কোথায় ডেস্কটপ কম্পিউটারের প্রয়োজনও অনুভব হয়? হ্যাঁ, ঠিকই ধরেছেন সেটি হল ডেক্সটপ কম্পিউটার গেমস। ডেক্সটপ কম্পিউটারের গেমসগুলো খেলার যে আনন্দ তা মোবাইল ভার্সনে পাওয়া সম্ভব না।

আজকে আমরা দেখাবো কিভাবে কম্পিউটারের গেমস অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট বা টিভিতে খেলবেন? যদিও এই ফিচার iOS গ্রাহকরা ব্যবহার করতে পারবেন না।

এই কাজটি অবিশ্বাস্য মনে হলেও এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেটে বা টিভিতে কম্পিউটারের গেম খেলা সম্ভব। Steam Link অ্যাপ ব্যবহার করে কম্পিউটারের গেমস যে কোন অ্যান্ড্রয়েড ডিভাইসে খেলা সম্ভব।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

কিভাবে কম্পিউটারের গেমস অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট বা টিভিতে খেলবেন?

১। অ্যান্ড্রয়েড ডিভাইসে Steam Link অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করুন।

২। কম্পিউটারে Steam Link ওপেন করে লগইন করুন। কম্পিউটারে এই অ্যাপ না থাকলে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

৩। এবার ‘Preference’ এ গিয়ে ‘In-Home Streaming’ অপশান সিলেক্ট করুন।

৪। ‘Enable Streaming’ চেকবক্স অন করুন।

৫। কম্পিউটারে Nidia গ্রাফিক্স কার্ড থাকলে ‘Advanced Host Options’ সিলেক্ট করে ‘Use NVFBC capture on NVIDIA GPU’ সিলেক্ট করুন (এই ফিচারে স্ট্রিমিং এর সময় সেরা ফ্রেম রেট পাওয়া যায়)।

৬। এবার মোবাইলে Steam Link অ্যাপ সেট আপ করুন।

৭। কম্পিউটার ও মোবাইল একই নেটওয়ার্কে কানেক্টেড থাকা বাধ্যতামূলক।

৮। Steam Link অ্যাপ ওপেন করে শুরুর স্টেপ গুলো অনুসরন করুন।

৯। এবার এই অ্যাপ কন্ট্রোলার পেয়ার করার অপশান চাইবে। কম্পিউটার গেম টাচ কন্ট্রোলে খেলা প্রায় অসম্ভব।

১০। এবার Steam Link অ্যাপ নিজে থেকেই আপনার কম্পিউটার ডিটেক্ট করে নেবে। এখানে স্পেশান পিন দিয়ে সেট আপ শেষ করুন।

১১। এবার এই অ্যাপ নেটওয়ার্ক টেস্ট চালাবে। এই অ্যাপ ভালোভাবে চলার জন্য 5 GHz Wifi প্রয়োজন। 2.4 GHz Wifi নেটওয়ার্কে কানেক্টেড থাকলে Steam Link অ্যাপ এরর দেখাতে পারে।

১২। Settings থেকে স্ট্রিম কোয়ালিটি বদল করতে পারবেন।

১৩। সেট আপ শেষ হলে ‘Start Playing’ বাটনে ক্লিক করে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কম্পিউটার গেম খেলা শুরু করুন।

আশা করি পোস্টটির মাধ্যমে কম্পিউটারের গেমস অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট বা টিভিতে খেলবেন বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Leave a Reply

Back to top button