কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এর ফি বিকাশ করবেন যেভাবে?

এখন ঘরে বসেই বিকাশ অ্যাপ দিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং- এর ফি বিকাশ করুন যেকোনো সময়। তাই আর দেরি কেন আজই আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং- এর ফি ঘরে বসেই বিকাশ করুন।
অ্যাপ দিয়ে যেভাবে কারিগরি শিক্ষা বোর্ডের ফি বিকাশ করবেন?
• প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করুন।
• এরপর হোম স্ক্রিনে বিল-পে আইকনে ট্যাপ করুন।
• বিলের তালিকা থেকে DTE সিলেক্ট করুন।
• এরপর পেমেন্ট কোড এবং কন্ট্যাক্ট নাম্বার দিন (পেমেন্ট কোড: <শিফট><পাসের সন><বোর্ডের কোড><রোল নাম্বর>)
• এবার ফি এর পরিমাণ দিন (শিফট A এবং B এর জন্য ১৫০ টাকা এবং C এর জন্য ৩০০ টাকা পেমেন্ট করুন)।
• এরপর পেমেন্ট এর সব তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যান।
• এবার পিন নাম্বার দিন।
• স্কিনের নিচেই আছে ট্যাপ অ্যান্ড হোল্ড। লেনদেন সম্পন্ন করতে বাটনটি ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখুন।
• কনফার্মেশন মেসেজ এবং বিল পেমেন্ট মেসেজ পাবেন।
• পরবর্তী ব্যবহারের জন্য ট্রানজেকশন আইডি সংরক্ষণ করুন।
* প্রোগ্রাম কোড এবং বোর্ড কোড জানতে ভিজিট করুন http://www.btebadmission.gov.bd/
* প্রোগ্রাম অনুযায়ী টাকার পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ভর্তি ফি | কনভেনিয়েন্স ফি |
০ – ৩০০ টাকা | ৩ টাকা |
৩০১ – উপরে | ১% |
শর্তাবলীঃ
- আবেদনের জন্য পেমেন্টের সময়সীমা ১২ মে, ২০১৯ থেকে ৬ জুন, ২০১৯ পর্যন্ত চলবে। (কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সময়সীমা পরিবর্তিত হতে পারে)
- আবেদন করার পূর্বে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
- আবেদনকারী সফল পেমেন্টের পর ট্রানজেকশন আইডি গ্রহনের পরবর্তী পর্যায়ে, যে কোনো ধরনের প্রশ্ন বা অভিযোগ গ্রহনের দায়ভার বিটিইবি / বুয়েটের যেহেতু এই প্রোগ্রামটি বিটিইবি এর অধীনে। (http://www.btebadmission.gov.bd/ এই ওয়েবসাইটে হেল্পলাইন নম্বর উল্লিখিত আছে)
- বোর্ডের কাছে পেমেন্ট করা অর্থ ফেরতযোগ্য নয়।