পুরোনো আইফোন দিয়ে স্মার্টস্পিকার বানাবেন যেভাবে?

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম। টেকনো ইনফো বিডিতে আপনাদেরকে স্বাগতম। ২০১৮ সালে স্মার্টস্পিকারের বাজার জমে উঠেছে। বিশ্বজুড়ে ক্রমশ জনপ্রিয় হচ্ছে স্মার্টস্পিকার। সেই কথা বুঝতে পেরেই সব বড় টেক কোম্পানি বাজারে স্মার্টস্পিকার লঞ্চ করতে শুরু করেছে।

গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে প্রথম গুগল হোম লঞ্চ করেছিল গুগল। এরপরেই অ্যামাজন অ্যালেক্সার হাত ধরে বাজারে ইকো স্মার্টস্পিকার লঞ্চ করেছে অ্যামাজন। এমনকি পিছিয়ে নেই স্যামসাং। সম্প্রতি বিক্সবি স্মার্টস্পিকার লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই বাজারে প্রবেশ করতে একটু দেরি করেছে অ্যাপেল। তবে দেরি হলেও সিরি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে হোমপড স্মার্টস্পিকার লঞ্চ করেছে অ্যাপেল।

স্মার্টস্পিকারের মাধ্যমে ভয়েস কন্ট্রোলে গান সোনা বা বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যায়। এছাড়াও কন্ঠস্বরের মাধ্যমেই ঘরেই লাইট ফ্যান চালানো বা বন্ধ করা সম্ভব। বাজারে বিভিন্ন দামে এই স্পিকারগুলি পাওয়া যায়। তবে আপনার বাড়িতে একটি পুরনো iPhone বা iPad থাকলে নিজেই একটি স্মার্টস্পিকার বানিয়ে নিতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

যা যা প্রয়োজন?

  • যে কোন একটি iOS ডিভাইস (iPhone, iPad বা iPod)
  • এই ডিভাইসে অপেক্ষাকৃত নতুন iOS ভার্সান চলা জরুরি।
  • AUX বা Bluetooth দিয়ে চালানো যে কোন একটি স্পিকার।

যেভাবে স্মার্টস্পিকার তৈরি করবেন

১. iOS ডিভাইসটি ফুল চার্জ করুন।

২. Siri ওপেন করে ঠিক করে কনফিগার করুন। প্রয়োজনীয় সব পারমিশান দিয়ে দিন।

৩. এবার Siri অ্যাপ এর সেটিংস এ কিছু পরিবর্তন করা প্রয়োজন।

  • iOS ডিভাইসে সেটিংস এ যান।
  • ‘Siri& Search’ অপশান সিলেক্ট করুন।
  • ‘Listenfor Hey Siri’ অ্যাকটিভেট করুন।

৪. এরপরে স্ক্রিনে আসা নির্দেশের মাধ্যমে Siri কে আপনার কন্ঠস্বর চিনিয়ে দিন।

৫. এরপরে আপনার ডিভাইসটি একটি ওয়াল চার্জারে কানেক্ট করুন। আর ডিভাইসটিকে AUX কেবল বা Bluetooth এর মাধ্যমে স্পিকারের সাথে কানেক্ট করুন। আপনার কাছে লাইটনিং ডক পোর্ট থাকলে একই সাথে স্পিকারের সাথে কানেক্ট করে চার্জ করতে পারবেন।

৬. ঘরে এমন জায়গায় iOS ডিভাইসটি রাখুন যেখান থেকে ঘরের সব প্রান্ত থেকে কথা বললেই শোনা যাবে।

৭. কাজ শেষ তৈরি হয়ে গেল আপনার স্মার্টস্পিকার।

পোস্টটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আমাদের সাথে থাকুন, নতুন নতুন প্রযুক্তির ব্যবহারে সক্ষম হউন।

Related Articles

Leave a Reply

Back to top button