যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে শনিবার। শনিবার সকাল সাড়ে ১০টায় ২০২০ সালের এই ফলাফল ঘোষণা করা হবে।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত সম্পূর্ণ নিষেধ। শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফলাফলও পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।
এবার করোনার কারণে পরীক্ষা ছাড়াই এসএসসি ও জেএসসি এবং সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসির ফল মূল্যায়ন করা হয়েছে । ফলে সব পরীক্ষাথী পাস করবেন । তবে সবার জানার আগ্রহ গ্রেড পয়েন্ট এভারেজ বা ফলাফল কত হয়।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
পরীক্ষার ফলাফল অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের এই ঠিকানায় গিয়ে ডান পাশে থাকা এইচএসসির কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এছাড়াও শিক্ষা বোর্ডের এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম ও বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।
শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট জানতে প্রায় প্রতিবছর অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভারে সমস্যা হয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা বেশি সময় লাগতে পারে। তাই যাদের ইন্টারনেট সংযোগ নেই তাদের জন্য বিকল্প হিসেবে রয়েছে মোবাইল ফোনের এসএমএস সেবা।
মোবাইল ফোন থেকে ফলাফল জানতে যে কোনও মোবাইল ফোন অপারেটর থেকে ম্যাসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে, স্পেস দিয়ে রোল নম্বর লিখে, আবারও স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।
বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো COM (কুমিল্লা), DHA (ঢাকা বোর্ড), RAJ (রাজশাহী), JES (যশোর), CHI (চট্টগ্রাম), BAR (বরিশাল), SYL (সিলেট) ও DIN (দিনাজপুর)। এছাড়াও মাদ্রাসা বোর্ডের জন্য MAD (মাদ্রাসা) লিখতে হবে।
যেমন-কেউ ঢাকা শিক্ষাবোর্ড থেকে XXXXXX রোল নাম্বার নিয়ে এইচএসসি পরীক্ষা দিলে তার এসএমএসটি হবে HSC DHA XXXXXX 2020 ।
আলিম পরীক্ষার ফলাফল জানতে ALIM লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
একইভাবে কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
One Comment