উইন্ডোজ ১০(ওএস) সেটআপ করবেন যেভাবেঃ পর্ব-১

টিআইবিঃ মাইক্রোসফট পৃথিবী বিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের একটি। মাইক্রোসফট এর তৈরী করা “উইন্ডোজ” অপারেটিং সিস্টেম পৃথিবীর প্রায় ৯৫% কম্পিউটারে ব্যবহার করা হয়। এই উইন্ডোজ এর সর্বশেষ সংস্করণ হচ্ছে উইন্ডোজ ১০। বিভিন্ন কারণে যারা এখনও উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ ব্যবহার করা শুরু করতে পারেননি কিংবা সমস্যা দেখা দেওয়ায় নতুন করে ইনস্টল করার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের আজকের পোস্ট।
অনেক সময় কম্পিউটারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং এ সমস্যাগুলোর স্থায়ী সমাধানের জন্য নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করার প্রয়োজন হয়। কিভাবে এই কাজটি করতে হয় সে সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। আর অতি প্রয়োজনীয় এ কাজটির জন্য সার্ভিস সেন্টার কিংবা বন্ধুদের দুয়ারে ধরনা দিতে হয়।
উইন্ডোজ ১০ ইনস্টল করার সহজ উপায় জানা থাকলে কিছুটা সময় ব্যয় করে নিজেই কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ১০ ওএস সেটআপ করতে পারবেন। কিভাবে কাজটি করবেন তা নিয়ে টিআইবির তিন পর্বের ধারাবাহিকের আজকে প্রথম পর্ব।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
মূল পোস্টে যাওয়ার আগে বলে রাখি;
- অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে প্রথমে উইন্ডোজ ১০ ওএসের আইওএস (.ios) ফাইল ডাউনলোড করতে হবে।
- আগে আইওএস ফাইলটি সরাসরি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেত। কিন্তু এখন সরাসরি ডাউনলোড সুবিধা সরিয়ে একটি টুলসের মাধ্যমে আইওএস ফাইল ডাউনলোডের সুবিধা যুক্ত করা হয়েছে।
উইন্ডোজ ১০-এর আইওএস ফাইল ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন;
- প্রথমে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটের এ ঠিকানায় যেতে হবে।
- এরপর ‘Create windows 10 installation media’ থেকে ‘Download tools now’ অপশনে ক্লিক করতে হবে।
- তারপর ‘Media creation tool’ নামে একটি সফটওয়্যার ডাউনলোড হবে। সাধারণ সফটওয়্যার ইনস্টলের নিয়মে এটি ডিভাইসে ইনস্টল করতে হবে।
- পরের ধাপে ‘MediaCreationTool’ সফটওয়্যারটি চালু করে ‘Accept’ বাটনে চাপতে হবে।
- কিছুক্ষণ পর নতুন একটি পেইজে চালু হবে। সেখান থেকে ‘Create installation media (usb flash drive, dvd or iso file) for another pc’ অপশনটি নির্বাচন করে ‘Next’ বাটনে ক্লিক করতে হবে।
- আরেকটি পেইজ আসবে সেখান থেকে ‘Language’ অপশনে ভাষা নির্বাচন করুন।
- তারপর ‘Edition’ অপশন থেকে ‘Windows 10’ নির্বাচন করতে হবে।
- সর্বশেষ ‘Architecture’ থেকে বিট নির্বাচন করে ‘Next’ বাটনে ক্লিক করতে হবে।
- এরপর ‘iso file’ অপশনটি নির্বাচন করে আবার ‘Next’ বাটনে চাপতে হবে।
- তারপর পপআপ পেইজ থেকে কোথায় ‘iso’ ফাইলটি সংরক্ষণ করবেন তা নির্বাচন করে ‘Save’ বাটনে ক্লিক করতে হবে।
- তাহলে উইন্ডোজ ১০-এর আইওএস ফাইলটি ডাউনলোড শুরু হবে।
ফাইলটির সাইজ ৩.২৩ গিগাবাইট। তাই ডাউনলোড হতে অনেক সময় লাগবে। দ্রুত গতির ইন্টারনেট সংযোগ থাকলে তাড়াতাড়িই ডাউনলোড হবে।
One Comment