উইন্ডোজ ১০(ওএস) সেটআপ করবেন যেভাবেঃ পর্ব-২

টিআইবিঃ কম্পিউটারে উইন্ডোজ ১০ ইনস্টল করতে আর কারও কাছে ধরনা দিতে হবে না। আমাদের ধারাবাহিক টিউটোরিয়াল গুলো দেখতে থাকুন তাহলে নিজেই এ বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন।

উইন্ডোজ ১০ সেটআপ করবেন যেভাবে এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে উইন্ডোজ ১০ এর আইওএস ফাইল ডাউনলোড করবেন। আজ আমরা বুটেবল পেনড্রাইভ তৈরির কৌশল আপনাদের সাথে শেয়ার করব।

উইন্ডোজ ১০ ওএস পেনড্রাইভে বুটেবল করবেন যেভাবে?

  • প্রথমে এই লিংক থেকে ‘Rufus’ সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে।
  • এরপর যে পেনড্রাইভে ওএস বুটেবল করবেন সেটি কম্পিউটারে যুক্ত করতে হবে।

এক্ষেত্রে পেনড্রাইভের স্টোরেজ মিনিমাম ৮ গিগাবাইট হতে হবে। পেনড্রাইভে কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকলে তা ব্যাকআপ রাখুন। কেননা বুটেবল করার সময় পেনড্রাইভটি ফরম্যাট দিতে হবে

  • এরপর ‘Rufus’ সফটওয়্যারটি চালু করে ‘Device’ অপশন থেকে পেনড্রাইভটি নির্বাচন করে দিতে হবে।
  • তারপর ‘Boot selection’ অপশন থেকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের আইওএস ফাইলটি নির্বাচন করতে হবে।
  • এরপরে ‘Start’ বাটনে ক্লিক করলে পপআপে একটা সর্তক বার্তা আসবে সেখান থেকে ‘Ok’ বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর ৪-৫ মিনিট সময় লাগবে পেনড্রাইভটি বুটেবল হতে।
  • কাজ শেষ হলে ‘Rufus’ সফটওয়্যারের নিচে ‘DONE’ লেখা দেখা যাবে।

এভাবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সেটআপ দেয়ার জন্য বুটেবল পেনড্রাইভ তৈরি করা যায়। এ পেনড্রাইভ থেকে পরে উইন্ডােজ সেটআপ দেওয়া যাবে।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

আগামী পর্বে তুলে ধরা হবে যেভাবে বুটবেল পেনড্রাইভ ব্যবহার করে কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটআপ করবেন। আশাকরি ততক্ষন আমাদের সাথে থাকবেন।

Leave a Reply

Back to top button