কিভাবে আপনার স্মার্টফোনে অ্যান্ড্রয়েড পাই ইন্সটল করবেন

কিভাবে স্মার্টফোনে অ্যান্ড্রয়েড পাই ইন্সটল করবেন?

  • ফোনের ব্রাউজ়ার বা ডেস্কটপ থেকে ভিজ়িট করুন android.com/beta-তে
  • গুগল ID দিয়ে লগইন করুন
  • সাইন ইন হওয়ার পর আপনার কাছে সাপোর্টেড ডিভাইসের একটি তালিকা আসবে। সেই তালিকায় আপনার ডিভাইসটি থাকলে opt in অপশন সিলেক্ট করুন
  • এর কিছুক্ষণ পর আপনার ফোনে অ্যান্ড্রয়েড পি বিটা ভার্সানের আপডেট চলে আসবে। এরপর ফোনের সেটিংয়ে গিয়ে সেখান থেকে সিস্টেম আপডেট করে নিন। অ্যান্ড্রয়েড পি বিটা ভার্সানের মোট সাইজ় ১.২ GB।

কোন কোন ফোনে সাপোর্ট করবে অ্যান্ড্রয়েড পাই এর বিটা ভার্সান?

  • সকল পিক্সেল ডিভাইস,
  • ওয়ানপ্লাস৬,
  • শাওমি Mi Mix 2S,
  • নোকিয়া ৭ প্লাস,
  • ওপ্পো R15 প্রো,
  • ভিভো X21,
  • ভিভোX21 UD,
  • এসেনশিয়াল PH-1,
  • সোনি এক্সপিরিয়া X72

আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফিজ।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

Related Articles

Leave a Reply

Back to top button