কিভাবে আইফোনের মেমোরি স্টোরেজ ১ জিবি পর্যন্ত বাড়িয়ে নিবেন

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম। টেকনো ইনফো বিডিতে আপনাদেরকে স্বাগতম। টেক জায়ান্ট অ্যাপলের আইফোনের সবচেয়ে বড় সমস্যা মেমোরি। কেননা খুব অল্প পরিমাণ মেমোরি স্টোরেজ দিয়েই ব্যবহারকারীকে কাজ চালাতে হয়। কিন্তু সম্প্রতি এমন এক উপায় বলা হয়েছে যেখানে নাটকীয়ভাবে আইফোনের মেমোরি স্টোরেজ বাড়ানো যায়। নিচে ছোট এই কৌশলটি দেয়া হল যা দিয়ে ৪ জিবি পর্যন্ত জায়গা বাড়িয়ে নিয়েছেন অনেকে।

কিভাবে আইফোনের মেমোরি স্টোরেজ ১ জিবি পর্যন্ত বাড়িয়ে নিবেন


  • প্রথমে আইফোনের Settings>General>About অপশনে যান।
  • এবার স্ক্রল করে Available এ গিয়ে দেখুন আপনার কতটুকু মেমোরি ফাঁকা আছে।
  • এবার আপনি ‘ iTunes storage‘ যান।
  • এখান থেকে অনেক বড় সাইজের একটি মুভি নির্বাচন করুন আর অবশ্যই তা আপনার ডিভাইসে থাকা ফ্রি মেমোরির তুলনায় যেন বেশি হয়। উদাহরণ হিসাবে বলা যায়, দ্য লর্ড অফ রিং মুভিটি নির্বাচন করতে পারেন।

  • এবার এখানে পেজের উপরে থাকা ‘Rent’ এ ক্লিক করুন। (চিন্তার কিছু নাই কেননা আপনার রুম না থাকলে কন চার্জ কাটবেনা এক্ষেত্রে)
  • এবার ডিসপ্লেতে একটি এরর বক্স আসবে যেখানে লেখা থাকবে আপনার যথেষ্ট মেমোরি খালি নেই এবং স্টোরেজ সেটিংস ম্যানেজ করতে পারেন এটিও লেখা থাকবে।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।
  • এবার এখান থেকে ‘OK’ ক্লিক করুন।
  • এখন আবারও Settings>General>About থেকে Available এ গিয়ে দেখুন।

  • এবার দেখবেন আপনার ফোনে আগের চেয়ে বেশি মেমোরি রয়েছে। মেমোরির এই জায়গার পরিমাণ নির্দিষ্ট নয়। তবে এভাবে ৫০০ মেগাবাইট থেকে ১ গিগাবাইট পর্যন্ত মেমোরি ফ্রি হয় বলে জানিয়েছে রেডিটের আইফোন ফোরাম।

আশা করি উপরের কৌশলটি কাজে লাগিয়ে আইফোনের মেমোরি স্টোরেজ সমস্যার একটি স্থায়ী সমাধান পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

Related Articles

Leave a Reply

Back to top button