টিআইবি: আসসালামু আলাইকুম। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের অন্যতম একটি জনপ্রিয় ফিচার হল ট্যাগ। আজ আমরা ফেসবুক ট্যাগ কি? এর খারাপ দিক এবং বিরক্তিকর ট্যাগিং এর হাত থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করব।
ফেসবুক ট্যাগ কি?
Tag এর বাংলা অর্থ শিকল বা শিকল দ্বারা আটকানো। আপনার কোন পোষ্ট বা ছবি তে যদি আপনি অন্য কোন ফ্রেন্ডকে আটকাতে চান তাহলেই শুধুমাত্র ট্যাগ ব্যবহার করবেন। অন্যথায় শুধু শুধু আপনার একটি পোষ্টে অনেক ফ্রেন্ডদের ট্যাগ করার কোন মানেই হয় না।
কোনো বন্ধুর সাথে ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করে সেই বন্ধুকে ট্যাগ করলে সেই ছবি দুজনেরই বন্ধুরা দেখতে পাবে আবার সেই বন্ধুর প্রাইভেসি সেটিং ডিফল্ট থাকলে তার প্রোফাইল এর টাইমলাইনেও চলে যায় সেই ছবি।
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
আপনি আপনার কোন পোস্ট বা ছবিতে কোন বন্ধুকে ট্যাগ করলে সেই ছবি বা পোস্টের সাথে আপনার ট্যাগ করা সেই বন্ধুর এক Special link create হয়ে যায়, যার ফলে সেই পোস্ট বা ছবির Reach ও Engagement বেড়ে যায় ফলে সেই পোস্ট বা ছবি শুধু আপনার বন্ধুদের কাছেই নয় সাথে সাথে আপনার সেই ট্যাগ করা বন্ধুর বন্ধুদের কাছেও পৌঁছে যাবে। আর যত বেশী বন্ধুদের ট্যাগ করবেন ততই বেশী পোস্ট বা ছবির Engagement ও Reach বাড়বে।
ট্যাগিং এর খারাপ দিক:
বিরক্তিকর ট্যাগিং এর হাত থেকে বাঁচার উপায়?
অনাকাঙ্ক্ষিত এই ট্যাগ থেকে বাঁচতে আমরা সাধারণত যা করে থাকি যখনই আমরা দেখি কেউ শুধু শুধু কোনো ছবিতে আমাদের ট্যাগ করেছে আর সেই ছবি প্রোফাইল এর টাইমলাইনে add হয়ে গেছে তখনই সেই ছবিটিকে টাইমলাইন থেকে Remove করার জন্য ছবিটির উপরের দিকে থাকা তিনটি DOT (…) চিহ্নের Settings এ গিয়ে Remove Tag করে দিই। যার ফলে সেই ছবিটি প্রোফাইল এর টাইমলাইন থেকে Remove হয়ে যায়।
- প্রথমে আপনার ফেসবুক Account এ প্রবেশ করুন।
- তারপর সেখান থেকে settings and privacy তে যান।
- এরপর settings and privacy থেকে Account Settings এ যান
- সেখান থেকে timeline and tagging অপশনে যান
- এখন Review posts you’re tagged in before the post appears on your timeline অপশনটি On করে দিন।
- প্রথমে Settings এ যান,
- Settings থেকে timeline and tagging সিলেক্ট করুন
- এখানে Who can see posts you’ve been tagged in on your timeline? এ গিয়ে Only Me সিলেক্ট করে দিন।
এখন কেউ আপনাকে কোন পোস্ট বা ছবি ট্যাগ করলে আপনি ছাড়া আর কেউ সেটি দেখতে পাবে না। কেউ যদি আপনার প্রোফাইলে আসে তাহলে শধু আপনি যে স্ট্যাটাস গুলো দিছেন সেগুলো দেখতে পাবে।