কিভাবে ফেসবুকে আপনার পছন্দের পেজের পোস্টগুলি আরও বেশি করে দেখবেন

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে আপনার পছন্দের পেজের পোস্টগুলি আরও বেশি করে দেখবেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোর মধ্যে ফেসবুক অন্যতম। ফেসবুক নিজেদের অ্যালগোরিদমে পরিবর্তন আনছে। যার ফলে কেউ জোর দিয়ে বলতে পারবে না কে কোন পেজের পোস্ট দেখতে পাবেন। যদিও আপনার পছন্দের পেজের একটিও পোস্ট আপনি মিস করতে না চাইলে বদলে ফেলতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কিছু সেটিংস।

এই পোস্টে আমরা দেখে নেব কি পরিবর্তন করতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে। মোবাইল ও ওয়েব ব্রাউজারে এই কাজ করার উপায় আলাদা। আসুন দেখে নেওয়া যাক এই উপায়।

কিভাবে ফেসবুকে আপনার পছন্দের পেজের পোস্টগুলি আরও বেশি করে দেখবেন

# ওয়েব ব্রাউজারে ফেসবুক ব‍্যবহার করলে কি করবেন?

আপনি যদি ওয়েব ব্রাউজারে ফেসবুক ববহার করেন তবে এই ধাপগুলো ফলো করলে আপনার পছন্দের পেজের পোস্ট আরও বেশি করে দেখতে পাবেন।

ধাপ ১। আপনি যে পেজের পোস্ট বেশি করে দেখতে চান সেই পেজটি ওপেন করুন।

ধাপ ২। “Following” ট্যাবে যান।

ধাপ ৩। “In Your News Feed” এর অধীনে “See First” সিলেক্ট করুন।

এই পেজের সব নতুন পোস্ট আপনি যদি দেখতে চান তবে আপনাকে ফলো করতে হবে আরও দুটি ধাপ।

ধাপ ৪। “Notification” এর পাশে পেনসিল আইকনে ক্লিক করুন।

ধাপ ৫। আপনার স্ক্রিনে “Choose what you see from this page” ডায়ালগ বক্সটি আসবে। সেখানে “Post” সিলেক্ট করে ডান করে দিন।

এবার আপনি আর আপনার পছন্দের পেজের একটিও পোস্ট মিস করবেন না।

# মোবাইলে ফেসবুক অ‍্যাপস ব্যবহার করলে কি করবেন?

ধাপ ১। যে পেজের পোস্ট বেশি দেখতে চান সেই পেজটি মোবাইল অ্যাপ থেকে ওপেন করুন।

ধাপ ২। “Following” ট্যাপ করুন।

ধাপ ৩। এবার “Get notifications” অন করে “See First” সিলেক্ট করুন।

এরপরে আপনার পছন্দের পেজের নতুন সব পোস্টের নোটিফিকেশান চলে আসবে আপনার প্রোফাইলে। এছাড়াও আপনার নিউজ ফিডে প্রথম পোস্ট থাকবে এই পেজগুলি থেকে। পোস্টটি ভালো লাগলে লাইক দিন অন্যকে জানাতে চাইলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।

Leave a Reply