গুগল সার্চের মাধ্যমে স্বল্প সময়ে কাংখিত তথ্য পাওয়ার ১২টি টিপস্

আসসালামু আলাইকুম। টেকনো ইনফো বিডিতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম সার্চ জায়েন্ট গুগলের ১২ টি সার্চ টিপস্ যা প্রতিদিনের প্রয়োজনীয় গুগল ব্যবহারকে আরও সহজ এবং সাবলীল করবে ইনশাআল্লাহ।

সার্চ জায়েন্ট গুগল আমরা নিয়মিত বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেকে গুগলের সঠিক ব্যবহার জানি না। গুগল এর সঠিক ব্যবহার না জানার ফলে গুগল থেকে নিদির্ষ্ট কোন তথ্য খোঁজে বের করতে অনেক কঠিন হয়ে পরে এবং সময়ও নষ্ট হয়। তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে গুগল এর সঠিক ব্যবহার করে তথ্য খোঁজার কাজ সহজ এবং অল্প সময়ে করা যায়।

গুগল সার্চের মাধ্যমে স্বল্প সময়ে কাংখিত তথ্য পাওয়ার ১২টি টিপস্

১। কোন ওয়েবসাইট থেকে নির্দিষ্ট বিষয়ে সার্চঃ

কোন ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কোন বিষয়ের সার্চ রেজাল্ট পেতে সার্চ বক্সে আইটেমটি লিখে কোলন (:) চিহ্ন দিয়ে ওয়েবাসাইটের নাম লিখতে হবে।
উদাহারণঃ how to create a facebook account:www.facebook.com

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

২। কোম্পানির মালিকের নামঃ

কোন কোম্পানির প্রতিষ্ঠাতার নাম জানতে সার্চ বক্সে লিখতে হবে founder of # বা owner of লিখে কোম্পানির নাম।
উদাহারণঃ founder of google

৩। বুক ফাইন্ডারঃ

গুগলের মাধ্যমে খুব সহজে যেকোনো লেখকের সব বই পেতে পারেন।
উদাহারণঃ books written by humayun ahmed

৪। গুগল ইমেজ সার্চঃ

অনেকেই জানে না গুগলে ছবি দিয়ে সার্চ করা যায়। ছবি দিয়ে সার্চ করতে লিংক টা ব্যবহার করুন- https://images.google.com
(ফোন থেকে হলে প্রথমে অবশ্যই ফোনে ব্রাউজারকে ডেক্সটপ মোড করে নিবেন।)

৫। কোন কিছুর সংজ্ঞা জানতেঃ

কোন নির্দিষ্ট বিষয়ের সংজ্ঞা জানতে সার্চ বক্সে যেটা নিয়ে জানতে চান সেই শব্দের আগে define লিখুন।
উদাহারণঃ define: google

৬। দূরত্ব জানতেঃ

গুগল সার্চের মাধ্যমে আপনি যেকোনো জায়গার দূরত্ব জানতে পারেন।
উদাহারণঃ distance dhaka to Chittagong

৭। ভ্রমণের সময় জানতেঃ

এক শহর বা দেশ থেকে অন্য শহর বা দেশে যেতে কত সময় লাগবে তা গুগলের মাধ্যমে জানতে পারেন।
উদাহারণঃ travel time between Chittagong to UAE

৮। কারেন্সি কনভার্টারঃ

যেকোনো কারেন্সির হিসেব করতে গুগলকে ব্যবহার করতে পারেন। এই জন্য সার্চ বক্সে এমনভাবে লিখতে হবে 100 usd to bdt। এইভাবে যেকোনো কারেন্সির হিসেব করতে পারবেন।

৯। নির্দিষ্ট ওয়েবসাইট খুঁজতেঃ

কোন নিদির্ষ্ট তথ্যের ওয়েব সাইট খুঁজতে নিচের মত করে সার্চ দিন।
উদাহারণঃ “বই” site: example.com

১০। নির্দিষ্ট Format এর ফাইল খুঁজতেঃ

কোন নিদির্ষ্ট ফরমেটের ফাইল খুঁজতে নিচের মত করে সার্চ দিন।
উদাহারণঃ “song” song name:mp3, pdf, video etc.

১২। কোন সফটওয়্যার খুঁজে পেতেঃ

যে কোন প্রয়োজনীয় সফটওয়্যার খুঁজে পেতে ফাইলটির ধরণ লিখে (:) কোলন দিয়ে সফটওয়্যার এর নাম লিখে . exe দেন।
উদাহারণঃ Multimedia : video editing.exe

১১। গুগল কে ক্যালকুলেটর হিসাবে ব্যবহার করুনঃ

আপনি সংখ্যাগত তথ্যের গণিতিক সমাধান পেতে নিচের মত করে লিখুন।
উদাহারণঃ 847*7.8

১২। আইপি এড্রেস জানতেঃ

আপনার আইপি এড্রেস জানতে সরাসরি গুগলে ip address লিখে সার্চ করুণ। আর পেয়ে যাবেন আপনার আইপি এড্রেস।

গুগল সার্চের মাধ্যমে স্বল্প সময়ে কাঙ্ক্ষিত তথ্য পাওয়ার ১২টি টিপস্ গুলো জানার পর আপনার দৈনন্দিন কাজে গুগলের ব্যবহার আরও সহজ ও সঠিক হবে এই আশা রেখে আজকের মত বিদায়। ভালো থাকবেন। আল্লাহ্ হাফিজ।

Related Articles

Leave a Reply

Back to top button