শাওমি ফোনে বিরক্তিকর বিজ্ঞাপন ব্লক করবেন যেভাবে?

টিআইবিঃ কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়ার জন্য ইতিমইধ্যেই বাঙ্গালীদের মন জয় করেছে শাওমি। কিন্তু অনেক দিন ধরেই শাওমির নিজস্ব অ্যান্ড্রয়েড স্কিন MIUI তে বিজ্ঞাপন দেখানোর অভিযোগ রয়েছে। টাকা দিয়ে স্মার্টফোন কেনার পরে ফোনের অপারেটিং সিস্টেমের মধ্যে বিজ্ঞাপন দেখানো নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। MIUI এর একাধিক প্রি-লোডেড অ্যাপ এর মধ্যে বিজ্ঞাপন দেখা যায়। লেটেস্ট MIUI 10 ও তার বিকল্প নয়।
শাওমি গ্রাহকরা বিজ্ঞাপন দেখে বিরক্ত হলে সুখবর রয়েছে। MIUI 10 এ বিজ্ঞাপন ব্লক করা যাবে। আসুন জেনে নেই কিভাবে শাওমি ফোনে বিজ্ঞাপন ব্লক করবেন?
শাওমি ফোনে MIUI 10 চললে বিজ্ঞাপন ব্লক করবেন যেভাবে?
- আপনার ফোনে MIUI 10 চলছে নিশ্চিত করে ইন্টারনেটের সাথে ফোন কানেক্ট করুন।
- Settings > Additional Settings > Authorization & revocation > তে গিয়ে msa অপশন Off করে দিন।
- এবার ১০ সেকেন্ড অপেক্ষা করার পরে ‘Revoke’ অপশন সিলেক্ট করুন।
- এরপরে আপনাকে “Couldn’t revoke authorization” মেসেজ দেখাবে।
- তিন থেকে পাঁচ বার চেষ্টা করার পরে Permission রিভোক হবে (না হওয়া পর্যন্ত চেষ্টা করে যান)।
- এরপরে Settings > Additional Settings > Privacy > Ad services Personalized ad recommendations > তে গিয়ে Off করে দিন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
এটা আপনাকে সিস্টেম অ্যাপ্লিকেশন এর যন্ত্রণাদায়ক বিজ্ঞাপন ও ট্র্যাকিং এর হাত থেকে রক্ষা করবে।
MIUI 10 এ Mi File Manager থেকে বিজ্ঞাপন ব্লক করবেন যেভাবে?
- Mi File Manager অ্যাপ ওপেন করুন।
- বাঁ দিকে উপরে হ্যামবার্গার (তিন ফোঁটা) আইকনে ট্যাপ করুন।
- ‘About’ সিলেক্ট করুন।
- ‘Recomendations‘ সুইচ Off করে দিন।
- ফোনে কোন app ফোল্ডার থাকলে ফোল্ডারের নামের উপরে ট্যাপ করুন।
- এরপরে ‘Promoted Apps’ Disable করে দিন।
MIUI 10 এ MIUI Cleaner থেকে বিজ্ঞাপন ব্লক করবেন যেভাবে?
- MIUI Cleaner ওপেন করুন।
- ডান দিকে উপরে ‘ব্রাশ আইকন’ এ ক্লিক করুন।
- ডান দিকে উপরে ‘গিয়ার আইকন’ এ ক্লিক করুন।
- ‘Receive recommendations’ সুইচ Off করে দিন।
MIUI 10 এ Mi Video থেকে বিজ্ঞাপন ব্লক করবেন যেভাবে?
- Mi Video ওপেন করুন।
- ডান দিকে নীচে ‘Account’ সিলেক্ট করুন।
- ‘Settings’ সিলেক্ট করুন।
- ‘Online recommendations’ সুইচ off করে দিন।
- ‘Push notifications’ সুইচ off করে দিন।
MIUI 10 এ Mi Browser, Mi Security এবং Mi Music অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক করবেন যেভাবে?
- Mi Security অ্যাপে বিজ্ঞাপন ব্লক করতে Settings > System app settings > Security > Receive recommendations Off করে দিন।
- Mi Music অ্যাপে বিজ্ঞাপন ব্লক করতে Settings > System app settings > Music > Receive recommendations Off করে দিন।
- Mi Browser অ্যাপে বিজ্ঞাপন ব্লক করতে Settings > System app settings > Browser > Privacy & security > Recommended for you > Off করে দিন।
- Mi Browser অ্যাপ থেকে বিজ্ঞাপন সম্পূর্ণ ভাবে ব্লক করতে Settings > System app settings > Browser > Advanced > Set start page > এ গিয়ে যে কোন URL দিয়ে দিন। এর ফলে স্টার্ট পেজের বিজ্ঞাপনের হাত থেকে মুক্তি পাবেন।
MIUI 10 এ স্প্যাম নোটিফিকেশন থেকে মুক্তি পাবেন যেখানে?
- Settings > Notifications > App notifications এ যান।
- এবার যে অ্যাপ থেকে নোটিফিকেশান ব্লক করতে চান সেই অ্যাপ সিলেক্ট করে নোটিফিকেশন Disable করে দিন।
আশা করি উপরের পদ্ধতিগুলো আপনাকে বিজ্ঞাপনের জালা থেকে মুক্তি দেবে।