এক ক্লিকেই ডিলিট করুন গুগলের সার্চ হিস্ট্রি!

টিআইবিঃ সার্চ জায়ান্ট গুগল সম্প্রতি নিজেদের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন এনেছে। গুগল এই নীতির মাধ্যমে ব্যবহারকারীদের সঠিকভাবে জানাবে, তারা কী ধরনের তথ্য ব্যবহারকারীদের কাছ থেকে সংগ্রহ করে।

এ সম্পর্কে এক ব্লগ পোস্টে গুগল জানায়, আমরা আমাদের বর্তমান প্রাইভেসি পলিসি পরিবর্তন করছি যেন ব্যবহারকারীরা জানতে পারেন তাদের কোন কোন তথ্য নেওয়া হচ্ছে এবং সেগুলো কী কাজে ব্যবহার হচ্ছে।

গুগল আপনার সম্পর্কে কী তথ্য সংগ্রহ করেছে এগুলো আপনিও দেখতে পারবেন। এরপর সেগুলো ম্যানেজ এবং ডিলিটও করতে পারবেন। আজ আমরা দেখাবো কিভাবে এই কাজগুলো করবেন-

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

১. গুগল থেকে ‘মাই অ্যাক্টিভিটি’ পেজে যান। সহজেই যেতে এখানে ক্লিক করুন।

২. এই পেজে বাম দিকে অনেক ট্যাব পাবেন।

৩. এখানে যেকোনও অপশনে ক্লিক করেই জানতে পারবেন কি কি তথ্য সেখানে আছে।

৪. গুগলের সঙ্গে আপনি কোন তথ্যগুলো শেয়ার করতে চান সেগুলো এখান থেকেই ম্যানেজ করতে পারবেন।

গুগলে সার্চ হিস্ট্রি এবং ইউটিউব হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে

১. আগের মতোই গুগলের ‘মাই অ্যাক্টিভিটি’ পেজে প্রবেশ করুন।

২. ওপরের ডান কোণে তিনটি ডট চিহ্নিত অপশন পাবেন।

৩. সেখান থেকে যেকোনও অপশন বাছাই করুন।

৪. যা ডিলিট করতে চান তা নির্বাচন করে ডিলিট অপশন চাপুন।

Leave a Reply

Back to top button