কিভাবে ফেসবুকের কল ডেটা / এসএমএস রেকর্ড ডিলিট করবেন

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম। টেকনো ইনফো বিডিতে আপনাদের কে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক বর্তমান বিশ্বের সব চেয়ে আলোচিত সামাজিক যোগাযোগের মাধ্যম হলেও ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে ইউজারদের তথ্য শেয়ার করে বেশ বিপাকে পড়েছে জনপ্রিয় এই মাধ্যম। আপনার তথ্যও কি সুরক্ষিত? জানেন কি ফেসবুকের মাধ্যমে করা আপনার সমস্ত এসএমএস এবং কল ডেটার রেকর্ড রয়েছে এর অন্দরে। সেই সমস্ত ডেটা কি মুছে দিতে চাইছেন? কিভাবে তা করবেন, জেনে নিন আজকের পোস্টে আপনাদের জানাবো ফেসবুকের অন্দরে থাকা এসএমএস এবং কল ডেটার রেকর্ড ডিলিট করবেন।

কিভাবে ফেসবুকের কল ডেটা / এসএমএস রেকর্ড ডিলিট করবেন

  • প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।
  • এবার ডান দিকের ডাউন অ্যারো-তে গিয়ে সেটিংস মেনুতে যান।
  • সেটিংস এ ক্লিক করলেই জেনারেল অ্যাকাউন্ট সেটিংস পেজ খুলে যাবে। ‘ডাউনলোড অ‍্যা কপি অব ইওর ফেসবুক ডেটা’-তে ক্লিক করুন।
  • এরপর ‘ডাউনলোড আর্কাইভ’ বাটনে ক্লিক করতে হবে। তবে ডাউনলোড শুরু করার আগে ফের আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে।
  • একটি জিপ ফাইল আপনার কম্পিইটারের ড্রাইভে অটোমেটিক্যালি সেভ হবে সেটি অনজিপ করুন।
  • এরপর ডাউনলোড হওয়া এইচটিএমএল ফোল্ডারটি ওপেন করুন। সেখানেই আপনার যাবতীয় কল-এর হিস্ট্রি এবং এসএমএস লগ ডেটা মিলবে। সেখানে স্ক্রল করলেই দেখতে পাবেন যাবতীয় ইনকামিং এবং আউটগোয়িং কল-সহ এসএমএসের তথ্য। যা ফেসবুক সেভ করে রেখেছে।

যাবতীয় ডেটা তো পেলেন। এবার কীভাবে তা ফেসবুক থেকে ডিলিট করবেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে ফেসবুক এ ধরনের ডেটা রেকর্ড না করতে পারে তা-ও জেনে নিন-

  • প্রথমে http://facebook.com/invite_history.php-তে লগ ইন করুন। তাতে ‘ম্যানেজ ইনভাইট অ্যান্ড ইম্পোর্টেড কনট্যাক্ট’ পেজ খুলে যাবে।
  • সেখান থেকেই আপনার সমস্ত কল ডেটা এবং ইনভিটেশন এক এক করে ডিলিট করা যাবে।
  • তাছাড়াও ‘সিলেক্ট অল’ অপশনে গিয়ে ‘ডিলিট সিলেক্টে়ড’ বাটন ক্লিক করেও সমস্ত ডেটা একবার ডিলিট করতে পারেন। ডিলিট করার পর ‘ডিলিশন সাকসেসফুল’ বলে একটি ডায়ালগ বক্স দেখিয়ে তা কনফার্ম করবে ফেসবুক।
  • ওই পেজেরই ‘কনট্যাক্ট ইমপোর্টে়ড’-এ গিয়ে আপনার সমস্ত কনট্যাক্ট ডিলিট করতে পারেন। ‘রিমুভ অল ইম্পোর্টেড কনট্যাক্ট’ অপশনে গিয়ে রিমুভ বাটনে ক্লিক করুন। তাতে মুছে যাবে সমস্ত কনট্যাক্ট।
  • এরপর ফের একটা ডায়ালগ বক্সে আপনার অনুরোধ রাখা হয়েছে বলে জানিয়ে দেবে ফেসবুক।

আইওএস এবং অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ থেকে এই ফিচারটা কী ভাবে বন্ধ করবেন, তা-ও জেনে নিন-

  • অ্যান্ড্রয়েডফোনে ফেসবুক অ্যাপটা খুলে ডান দিকের মেনু বাটনে যান।
  • সেখানথেকে ‘অ্যাপ সেটিংস অপশন’ সিলেক্ট করুন।
  • এরপর ‘কন্টিনিউয়াস কনট্যাক্ট আপলোড’ ফিচারটি টার্ন অফ করে দিন।
  • ব্যস! তা হলেও আর কোনও দিন আপনার কল ডেটা এবং এসএমএস রেকর্ড করতে পারবে না ফেসবুক।

কিভাবে ফেসবুকের কল ডেটা রেকর্ড ডিলিট করবেন পোস্টটি মাধ্যমে ফেসবুকে সংগ্রহীত আপনার কল ডেটা ডিলিট এর পাশাপাশি চিরস্থায়ীভাবে মুক্ত থাকুন এ জাতীয় হাজারো ভোগান্তির শিকার হতে।

Related Articles

Leave a Reply