ইসলামী ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে কিভাবে কার্ডলেস ট্রানজেকশন করবেন?

টিআইবিঃ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত ব্যাংক হিসাব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১৯৮৩ সালের তাদের কার্যক্রম শুরু করে। সময়ের সাথে তাল মিলিয়ে ইসলামী ব্যাংক তাদের প্রোডাক্টে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় “ইসলামী ব্যাংক ATM সর্বাধুনিক পদ্ধতিতে বহুমাত্রিক সেবায়…” স্লোগানে এটিএম কার্ডে যুক্ত হয়েছে নতুন কিছু সেবা বা সুবিধা যা ইসলামী ব্যাংকের এটিএম এবং খিদমাহ কার্ডধারীরা উপভোগ করতে পারবেন। এই সেবা বা সুবিধাগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য সেবা হল ইসলামী ব্যাংকের এটিএম কার্ড দিয়ে কার্ডলেস ট্রানজেকশন। আজ আমরা দেখাবো কিভাবে ইসলামী ব্যাংকের এটিএম কার্ড দিয়ে কার্ডলেস ট্রানজেকশন করবেন?
যখন কোন ট্রানজেকশন কার্ড বা কোন ইন্সট্রুমেন্ট ব্যতীত সংঘটিত হয় তাকেই সাধারণত কার্ডলেস ট্রানজেকশন বলা হয়। এখানে প্রেরক তার এটিএম কার্ডের মাধ্যমে প্রাপকের মোবাইলে পিন নাম্বারের সাহায্যে টাকা পাঠাতে পারেন। প্রাপক প্রাপ্ত পিন নাম্বারটি নিয়ে ব্যাংকের যে কোন এটিএম বুথ থেকে অনায়াসেই টাকা সংগ্রহ করতে পারেন।
এটিএম কার্ডের মাধ্যমে টাকা পাঠাতে যা যা করতে হবে:
১। আপনার ডেবিট কার্ডটি ইসলামী ব্যাংকের যে কোন ATM এ প্রবেশ করান
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
২। এরপর পিন নম্বরটি দিন
৩। Fund Transfer বাটনটি চাপুন
৪। Send Cash by Code বাটনটি চাপুন
৫। রিসিপ্ট পেপার গ্রহণের জন্য Yes চাপুন
৬। টাকার পরিমাণ দিন (প্রতিবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা)
৭। প্রাপকের মোবাইল নাম্বারটি দিন
৮। স্ক্রিনে প্রদর্শিত প্রাপকের মোবাইল নাম্বার ও টাকার পরিমাণ নিশ্চিত হলে Yes চাপুন। এ পর্যায়ে ATM স্ক্রিনে প্রেরকের জন্য একটি OTP (PIN1) এবং Transaction ID প্রদর্শিত হবে এবং প্রাপকের মোবাইলে SMS এর মাধ্যমে Transaction ID ও অন্য একটি OTP (PIN2) পাঠানো হবে।
৯। OTP (PIN1) সহ প্রিন্ট হওয়া রিসিপ্ট পেপারটি সংরক্ষণ করুন।
১০। ATM এ রিসিপ্ট পেপার না থাকলে স্ক্রিনে প্রদর্শিত PIN1 এবং Transaction ID টি প্রাপককে জানানোর জন্য লিখে রাখুন।
১১। নিরাপদে Transaction টি সম্পূর্ণ করার জন্য প্রাপককে ব্যক্তিগতভাবে PIN1 জানিয়ে দিন।
এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের জন্য যা যা করতে হবে:
১। ইসলামী ব্যাংকের যে কোন এটিএম এর Cradless Transaction বাটনটি চাপুন
২। Cash by Code বাটনটি চাপুন
৩। SMS-এ প্রাপ্ত Transaction ID দিন
৪। Continue বাটনটি চাপুন
৫। প্রেরকের নিকট হতে প্রাপ্ত PIN1 এবং প্রাপকের মোবাইলে আসা PIN2 পর্যায়ক্রমে একসাথে দিন।
৬। নিশ্চিত করতে Yes চাপুন
৭। টাকা গ্রহন করুন এবং লেনদেন সম্পন্ন করুন।
বিশেষ দ্রষ্টব্য: প্রাপককে লেনদেনটি অবশ্যই ১ (এক) দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
লেনদেনের বিস্তারিত:
? প্রতি লেনদেনের ন্যূনতম পরিমাণ: ৫০০ টাকা
? প্রতি লেনদেনের সর্বোচ্চ পরিমাণ: ২০,০০০ টাকা
? প্রতি লেনদেনের চার্জ ভ্যাটসহ: ১০ টাকা।