ইউটিউবে বন্ধুদের সাথে চ্যাট করবেন যেভাবে

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম। টেকনো ইনফো বিডিতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সামাজিক যোগাযোগ বা ভিডিও শেয়ারিং এর ক্ষেত্রে ইউটিউবের অবস্থান মোটামুটি পাকাপোক্ত।
দিনে বহুবার বিভিন্ন কারনে আমরা গুগলের ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউব খুলি। অনেক ভিডিও দেখার সাথে সাথেই তা বন্ধুদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে।
ইউটিউবেই এমন এক অপশন আছে যা দিয়ে ভিডিও দেখার সময় বন্ধুদের সাথে সেই ভিডিও শেয়ার/চ্যাট করতে পারবেন তাও আবার ভিডিও চলাকালীন অর্থাৎ বন্ধুদের সাথে কোন ভিডিও শেয়ার করার জন্য ভিডিও বন্ধ করে আপনাকে ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে সেই কাজ করতে হবে না।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ভিডিও চলাকালীন ইউটিউবে চ্যাটিং/ শেয়ারিং করবেন যেভাবে
ক। ইউটিউব অ্যাপ থেকে শেয়ারিং/চ্যাটিং
১। প্রথমে ইউটিউব অ্যাপ খুলুন ও লগ ইন করুন।
২। নিচে বাঁ দিক থেকে তিন নম্বর অ্যাক্টিভিটি ট্যাবে ক্লিক করুন।
৩। এখানে শেয়ারড সিলেক্ট করুন।
৪। কনট্যাকটস সিলেক্ট করুন।
৫। এখানে আপনার বন্ধুদের লিস্ট চলে আসবে। বন্ধুদের অ্যাড করুন।
৬। এছাড়াও ফোনের কন্ট্যাক্টস থেকে “Find in your phone book” সিলেক্ট করে ফোনের কন্ট্যাক্টস থেকে সব বন্ধুকে অ্যাড করে নিতে পারেন।
৭। এবার চ্যাট সিলেক্ট করুন।
৮। ডান দিকে উপরে তিন ডট মেনুতে ট্যাপ করে যার সাথে চ্যাট করতে চান তাকে অ্যাড করুন। এখানে আপনি গ্রুপ চ্যাট ক্রিয়েট করতে পারবেন।
তবে মাথায় রাখতে হবে যাকে মেসেজ পাটাচ্ছেন তার ইউটিউবে চ্যাটের নোটিফিকেশান অন থাকতে হবে।
খ। কম্পিউটার থেকে শেয়ারিং/চ্যাটিং
১। কম্পিউটারে ইউটিউব ওপেন করুন ও লগ ইন করুন।
২। বেল আইকনের পাশে শেয়ার বাটন সিলেক্ট করুন।
৩। এবার আপনার সব ইউটিউব কন্ট্যাক্টস দেখতে পাবেন।
৪। এখানে অ্যাড কন্ট্যাক্টস এ ক্লিক করে নতুন কনট্যাক্টস অ্যাড করতে পারবেন।
৫। এখানে আপনি যাদের চিনতে পারেন তাদের লিস্ট চলে আসবে।
৬। এখানেও আপনি গ্রুপ চ্যাট শুরু করতে পারবেন। এছাড়াও কোন চ্যাট মিউট করার অপশনও পেয়ে যাবেন এখানেই।
আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।