আইফোনে ফ্ল্যাশলাইট এর ব্রাইটনেস অ্যাডজাস্ট করবেন যেভাবে?

টিআইবিঃ অন্ধকারে ফোনের ফ্ল্যাশলাইট অন করার পরে মনে হয় আর একটু বেশি আলো পেলে ভালো হত। এমন অনুভুতি প্রত্যেকের জীবনের কোন এক সময় হয়েছে। অন্ধকারে দ্বিতীয় স্মার্টফোনের ফ্ল্যাশলাইট জ্বালানো ছাড়া উপায় থাকে না। তবে ফ্ল্যাশলাইটের ঔজ্জ্বল্য বাড়াতে পারলে অন্ধকারে এই সমস্যার হাত থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।
এই সমস্যার সমাধান রয়েছে আইফোনে। অপারেটিং সিস্টেমের মধ্যে একাধিক ফিচারের জন্য জনপ্রিয় আইফোনের আইওএস। কোন থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করা ছাড়াই অন্যান্য অনেক ফিচারের মতোই আইফোনের ফ্ল্যাশলাইটের ব্রাইটনেস কম অথবা বেশি করা যায়। চারটি আলাদা লেভেলে আইফোনে ফ্ল্যাশলাইটের ব্রাইটনেস অ্যাডজাস্ট করা যায়।
আসুন দেখে নেই কিভাবে আইফোনে ফ্ল্যাশলাইট এর ব্রাইটনেস অ্যাডজাস্ট করবেন?
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
যা যা প্রয়োজন:
– আইফোন সিক্স এস বা তার পরের মডেল
– আইওএস ১১ বা তার পরের ভার্সান
আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন ৭, আইফোন ৭ প্লাস এবং আইফোন সিক্স এস ফোনে ফ্ল্যাশলাইট এর ব্রাইটনেস অ্যাডজাস্ট করার উপায়:
? আইফোন আনলক করুন।
? নিচ থেকে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টার ওপেন করুন।
? এবার ফ্ল্যাশলাইট টগন সিলেক্ট করে ফ্ল্যাশলাইট অন করুন।
? এবার থ্রিডি টাচের মাধ্যমে টগলটি ট্যাপ করে হোল্ড করুন।
? এবার ব্রাইটনেস কম অথবা বেশি করার অপশান সামনে আসবে।
? চারটি আলাদা ধাপের যে কোন একটি সিলেক্ট করুন।
আইফোন এক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স এবং আইফোন এক্সআর ফোনে ফ্ল্যাশলাইট এর ব্রাইটনেস অ্যাডজাস্ট করার উপায়:
? আইফোন আনলক করুন।
? ডান দিকে উপর থেকে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টার ওপেন করুন।
? এবার ফ্ল্যাশ লাইট টগন সিলেক্ট করে অন করুন।
? এবার টগলে লং প্রেস করলে ব্রাইটনেস স্লাইডার ওপেন হবে।
? স্লাইডার ব্যবহার করে ফ্ল্যাশলাইটের ব্রাইটনেস সিলেক্ট করুন।
আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
One Comment