মাস্টার কার্ড থেকে সরাসরি বিকাশ একাউন্টে ক্যাশ অ্যাড করবেন যেভাবে?

টিআইবিঃ বিকাশ ব্যবহারকারীদের জন্য এখন দারুণ খবর! এখন সরাসরি মাস্টারকার্ড থেকে মুহুর্তেই টাকা আনতে পারবেন বিকাশ একাউন্টে। অ্যাকটিভ বিকাশ একাউন্ট থাকলে বাংলাদেশ এর যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ইস্যু করা ডেবিট, ক্রেডিট অথবা প্রি-পেইড মাস্টারকার্ড থেকে টাকা আনতে পারবেন।
যেভাবে বিকাশ একাউন্টে ক্যাশ অ্যাড করবেনঃ
- প্রথমে বিকাশ অ্যাপ থেকে ‘Add Money’ সিলেক্ট করুন।
- ‘Card to bKash’ সিলেক্ট করুন।
- নিজের বিকাশ একাউন্টে টাকা আনতে চাইলে ‘My Account এবং অন্য বিকাশ একাউন্টে টাকা আনতে চাইলে ‘Other Account’ সিলেক্ট করে টাকার পরিমাণ দিন।
- মাস্টারকার্ড নাম্বার, কার্ডহোল্ডারের নাম, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং CVV কোড দিন।
- মোবাইলে OTP (ভেরিফিকেশন কোড) দিন এবং ‘Proceed’ বাটনে ক্লিক করুন।
- অ্যাড মানি সম্পন্ন হলে কনফার্মেশন মেসেজ পাবেন।
পদ্ধতিটি বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখুন-
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
[ মনে রাখবেন, আপনার OTP (ভেরিফিকেশন কোড) কখনোই কারো সাথে শেয়ার করবেন না ]।
# এই সার্ভিসের ট্যারিফ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।
# এই সার্ভিসের লিমিট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।
সূত্রঃ বিকাশ
One Comment