কিভাবে সিম কার্ড ছাড়া আইফোন একটিভ করবেন?

টেকনো ইনফোঃ যখন আমরা একটি আইফোন ক্রয় করি, এটি ব্যবহারের পূর্বে একটিভ করা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই পোস্টটির মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে সিম কার্ড ছাড়া আপনার আইফোন একটিভ করবেন।

আইফোন একটিভ করা খুব সহজ কাজ। অধিকাংশ সময়ই এটি আনায়াসে একটিভ হয়ে যায়। কিন্তু যখন আনায়াসে একটিভ হয় না তখন কিছু সমস্যার হয়। কি করবেন যখন এই সমস্যার সম্মুখীন হবেন? অধিকাংশ লোকই এই সহজ উপায় জানেন না। এখানে আপনাদের দেখাবো কিভাবে আপনার আইফোন সঠিক ভাবে একটিভ কবেন। যদি iTunesও একই সমস্যা দেখায় যে, “activation can’t be performed right now.” তাহলে আপনাকে নিশ্চিত হলে হবে যে আইফোনটি আপডেট আসে কিনা। এমনকি আইফোনটি যদি কোন নেটওয়ার্কে যুক্ত করা হয় তাহলেও এই ইরোর দেখাবে।

কিভাবে সিম কার্ড ছাড়া আইফোন একটিভ করবেন

আজ আইফোন একটিভ করার দুইটি পদ্ধতি দেখাবো। আইফোন কম্পিউটারের সাহায্যে সিম কার্ড সহ ও সিম কার্ড ছাড়া একটিভ করা যায়। সিম কার্ড ছাড়া iTunes মাধ্যমে শুধুমাত্র একটি iPod দিয়ে CDMA ও GSM উভয়ই একটিভ করতে পারবেন নিচের পদ্ধতির মাধমে৷

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

সিম কার্ড ছাড়া আইফোন একটিভ করার ১ম পদ্ধতিঃ

আইফোন আনলক করার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। এটি অললাইনে আইফোন আনলক করার সেবা প্রদান করে থাকে। আপনি iCloud একটিভিশন লক একটিভ করার জন্য এই সাইটে যেতে পারেন। এটি খুব সহজ একটি পদ্ধতি যার জন্য কয়েক মিনিট লাগবে। আসুন দেখে নেই কিভাবে?

১। প্রথমে এই লিঙ্ক থেকে আইফোন আনলকের অফিসিয়াল ওয়েবসাইট যান এবং iCloud Unlock-এ ক্লিক করুন।

২। এখন আপনার আইফোনের তথ্য দিন। ডিভাইসের মডেল ও IMEI নাম্বার পূরন করুন।

৩। এটি স্বাভাবিকভাবে আপনার আইফোন একটিভ করতে ২-৩ দিন নিবে। এসময়ের মধ্যে আপনার আইফোনটি একটিভ পাবেন।

সিম কার্ড ছাড়া আইফোন একটিভ করার ২য় পদ্ধতিঃ

iTunes এর মাধ্যমে আপনি আপনার আইফোন একটিভ করতে পাবেন কিন্তু একটিভিশনের সময় একটি সিম কার্ড আপনার আইফোনে রাখতে হবে।

১। প্রথমে আইফোনটি আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে connect করুন। নিশ্চিত হন iTunes আপনার কম্পিউটারে আগে থেকেই ইন্সটল করা আছে। এরপর আপনার আইফোনের একটি ব্যাকআপ নিন এবং আপনার ডিভাইসের সব ডাটা Delete করুন এবং ডিভাইসটি reset দিন।

২। এরপর কম্পিউটার থেকে ডিভাইসটি disconnect করে সুইচ অফ করুন।

৩। USB ক্যাবল দিয়ে ডিভাইসকে আবার connect করুন। এ সময় আইফোন একটিভ করার অপশন নির্বাচন করুন।

৪। সিস্টেম অ্যাপলের আইডি ও পাসওয়ার্ড জানতে চাইবে। তথ্য গুলো দিন।

৫। এরপর নির্দেশনাগুলো অনুসরন করুন, স্ক্রিনে একটিভিশন প্রসেস দেখতে পাবেন৷ কাজ শেষ হলে আইফোন থেকে সিম কার্ড খুলে ফেলুন৷ কাজ শেষ! এখন সহজেই আপনার আইফোন ওয়ারলেস মোডে ব্যবহার করতে পারবেন৷

সিম কার্ড ছাড়া আইফোন একটিভ করার ৩য় পদ্ধতিঃ

অচল সিম কার্ড বা সিম কার্ড ছাড়াও আইফোন একটিভ করা যায় এবং এটি সহজেই কম্পিউটারের সাথে connect করে করা যায়। এর জন্য কম্পিউটারে অবশ্যই iTunes ইন্সটল থাকতে হবে।

১। প্রথমে আইফোনে একটি অচল সিম প্রবেশ করান।

২। এখন আইফোনের সাথে iTunes connect করুন।

৩। কিছুক্ষণের মধ্যে আপনার আইফোন আনলক হয়ে যাবে। হ্যাঁ, এটিই হল আইফোন একটিভ করার সবচেয়ে সহজ পদ্ধতি।

সিম ছাড়া আইফোন একটিভ করা খুব সহজ কাজ কিন্তু কাজটি করার সময় যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে নিচের পদ্ধতির মাধমে তা সমাধান করুন..

১। ডিভাইসটি রিসেট দিন এবং উপরের প্রসেস আবার অনুসরণ করুন।

২। যদি প্রয়োজন হয় তবে ডিভাইস একটিভিশনের জন্য অ্যাপেল আইডি দিয়ে সাইন ইন করুন।

৩। যদি মোবাইল ডাটা ব্যবহার করেন তবে তা বন্ধ করে wi-fi নেটওয়ার্ক ব্যবহার করুন।

৪। iTunes এর মাধ্যমে একটিভ করার সময় iTunes এর সর্বশেষ ভার্সন নিশ্চিত করুন।

৫। একটিভিশনের সময়, অ্যাপলের একটিভিশন সার্ভার অনলাইনে রাখতে হবে। যদি আপনার আইফোনের মার্ক সবুজ না হয় তবে পরে একটিভ করুন।

কোন সমস্যা হলে এই fixes গুলো ব্যবহার করতে পারেন৷

যে মডেল আইফোন এই পদ্ধতি সাপোর্ট করবে- X/8/8 PLUS/7/SE/6S PLUS/6S/6 PLUS/6/5S/5

শেষকথা

এটিই হল সিম কার্ড ছাড়া আইফোন একটিভ করার সব চেয়ে সহজ পদ্ধতি৷ আপনি সিম কার্ড দিয়ে বা সিম কার্ড ছাড়াই আপনার সাধের আইফোন একটিভ করতে পারবেন৷ আশা করি পোস্টটি ভালো লেগেছে৷ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ৷

Leave a Reply

Back to top button