কিভাবে হারিয়ে যাওয়া মোবাইলের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করবেন

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম। টেকনো ইনফো বিডিতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক সামাজিক যোগাযোগের একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম। তথ্য প্রযুক্তির এই যুগে আমরা প্রায় সবাই স্মার্টফোন ও ফেসবুক ব্যবহার করি। কিন্তু অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা বা দুর্ঘটনা যেটাই বলি না কেন অনেক সময় স্মার্টফোন বা অন্য কোন ডিভাইসে থাকা ফেসবুক আইডি থেকে লগ আউট হওয়ার প্রয়োজন হয়।
আজ আপনাদের দেখাবো কিভাবে হারিয়ে যাওয়া মোবাইলের ফেসবুক অ্যাকাউন্ট বিকল্প পদ্ধতি অনুসরণ করে দূরে থেকেই লগ আউট করবেন।
কিভাবে হারিয়ে যাওয়া মোবাইলের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করবেন
১। প্রথমে আপনার কাছে থাকা মোবাইল বা কম্পিউটারে ফেসবুক আইডি টি লগইন করুন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
২। এরপর Menu থেকে Account Settings অপশনে যান এবং তা নির্বাচন করুন।
৩। Account Settings থেকে Security and login অপশনে ক্লিক করুন।
৪। একবার সিলেক্ট করার পর কতগুলো অপশন পাবেন, যার মধ্যে রয়েছে Where you’re logged in অপশন পাবেন।
৫। এবার আপনি বর্তমান ফেসবুক ব্যবহারের সময়, স্থান ও ডিভাইসের ধরণ প্রভৃতি লগ পাবেন। যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তার উপর ক্লিক করলেই Was this you? নামের একটি অপশনে Not you, Log out, back অপশন থেকে Log out এ ক্লিক করলেই লগ আউট করতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত মোবাইল বা অন্য কোন ডিভাইস থেকে।
৬। আগে যতগুলো ডিভাইসে লগ ইন করা ছিল, এখান থেকে তা বন্ধ করে দিতে পারবেন।
বন্ধুরা আশা করি উপরে টিপসটির মাধ্যমে আপনাদের চুরি হওয়া বা হারিয়ে যাওয়া ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আপনাদের ফেসবুক আইডিতে বাঁচাতে পারবেন।