অনার ৮ এক্স ব্যবহারকারীরা কবে পাবেন অ্যান্ড্রয়েড ৯ পাই

টিআইবিঃ গত বছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল অনার ৮ এক্স। অনার ৮ এক্স এ রয়েছে ৬.৫ ইঞ্চি FHD+ ডিসপ্লে, থাকছে HiSilicon Kirin 710 চিপসেট, ৪জিবি/৬জিবি র‌্যাম এবং ৬৪জিবি/১২৮জিবি স্টোরেজ। ২৫,০০০ টাকার নীচে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটিতে এই ফোন জনপ্রিয় হয়েছে।

ছবি তোলার জন্য অনার ৮ এক্স এ রয়েছে ২০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেট আপ সাথে রয়েছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।

লঞ্চের সময় অনার ৮ এক্স ফোনে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমের উপরে চলত EMUI 8.2.0 স্কিন। এবার এই ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 9.0 স্কিন নিয়ে আসার ঘোষণা করল আনার।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

আরোও পড়ুনঃ অনার ৮এক্স হুয়াওয়ে এর নতুন মিডরেঞ্জের স্মার্টফোন! 

১৮ মার্চ থেকে ধাপে ধাপে সব অনার ৮ এক্স ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট পৌঁছে যাবে। সব অনার ৮ এক্স ফোনে এই আপডেট পৌঁছাতে বেশ কিছু দিন সময় লাগবে।

Leave a Reply