করোনা মহামারির কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইন সেবা চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র নেই, হারানো এনআইডি তোলা, সংশোধন ও নতুন ভোটার নিবন্ধন হতে পারবেন অনলাইনে। এজন্য এসএমএস পাঠাতে হবে। অনলাইনের এই সেবা পেতে ভোটারকে https://services.nidw.gov.bd সাইটে প্রবেশ করতে হবে।
এ বিষয়ে আইডিয়া প্রজেক্টর অফিসার ইনচার্জ (কমিউনিকেশন) স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান মঙ্গলবার (২৮ এপ্রিল) জাগো নিউজকে বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রচারের মাধ্যমে NID online services এর যে প্রচার ও প্রসার হয়েছে তার ফলশ্রুতিতে এখন পর্যন্ত ৬০ হাজারের অধিক NID online copy download হয়েছে। আমরা জনগণের সেবা নিশ্চিতকরণে বদ্ধ পরিকর।’
মোবাইলের এসএমএসের মাধ্যমে NID নম্বর পাওয়ার পদ্ধতি:
nid লিখে 105 পাঠাতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে NID নম্বর প্রেরণ করা হবে।
উদাহরণ: 105 এ প্রেরণ করুন nid