ইস্টার্ন ব্যাংক লিমিটেড (Eastern Bank Limited) বাংলাদেশের বেসরকারী ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ একটি ব্যাংক। সম্প্রতি ব্যাংকটিতে “রিলেশনশিপ অফিসার/ অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মার্চ, ২০২২ এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও দেখুন:
– সারাদেশে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক
– এসএসসি পাসে ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
– সারাদেশে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক
ব্যাংকের নাম:
– ইস্টার্ন ব্যাংক লিমিটেড
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
পদসংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
– স্বীকৃত যেকোন প্রতিষ্ঠান থেকে যেকোন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রী/ গ্রাজুয়েশন।
অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকাদের অগ্রাধিকার দেয়া হবে।
চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।
অন্যান্য শর্তাবলী:
– কার্যকর ব্যবসায়িক দক্ষতার সাথে শক্তিশালী আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– ভাল কম্পিউটার দক্ষতা (অনলাইন সফটওয়্যার মডিউল, এমএস অফিস, ইন্ট্রানেট/ ইন্টারনেট, ই-মেইল হ্যান্ডলিং ইত্যাদি) থাকতে হবে।
– ভৌগলিক গতিশীলতা এবং নমনীয়তা অগ্রাধিকারযোগ্য।
– ব্যবসায়িক নেটওয়ার্কের সাথে স্ব-প্রণোদিত হতে হবে।
কর্মক্ষেত্র:
– অফিসে।
জব লোকেশন:
– বাংলাদেশের যে কোনো স্থানে।
বেতন ও ভাতা:
– প্রতিযোগিতামূলক বেতন, ইনসেন্টিভ এবং সুবিধা প্যাকেজ।
– পারফরম্যান্সের ভিত্তিতে ক্যারিয়ারের অগ্রগতির সুযোগ।
– উৎসব বোনাস/ মেডিকেল সুবিধা/ অন্যান্য সুবিধা।
– এছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী সকল সুবিধা ও ভাতা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
– বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ২০ মার্চ, ২০২২।
সোর্সঃ ইস্টার্ন ব্যাংক লিমিটেড।