EBL এ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Eastern Bank Limited এ Trainee Assistant Officer (Cash Area) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ-

পদের নামঃ
• ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)

চাকরীর ধরনঃ
• ফুল টাইম।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

শিক্ষাগত যোগ্যতাঃ
• স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম স্নাতক
• নূন্যতম CGPA: ৩ (৪)
• মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা
• অনলাইন সফটওয়্যার মডিউল এবং অফিস প্রোগ্রামে কাজ করার জন্য কম্পিউটার সাক্ষরতা।

অভিজ্ঞতা:
• দরকার নেই।

বেতনঃ
• মোট মাসিক বেতন= ২২,০০০।

বয়সঃ
• বয়স সর্বোচ্চ ৩০ বছর।

জব লোকেশনঃ
• বাংলাদেশের যেকোনো জায়গায়।

দায়-দায়িত্বঃ
• ক্যাশ রিসিপ্ট এবং পেমেন্টে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করুন
• ঋণ এবং আমানতের লক্ষ্য অর্জন
• জাল নোট, প্রতারণামূলক লেনদেন এবং মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে সতর্কতা
• প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ / ATM লোডিং / ATM রিকনসাইল করণ।

প্রয়োজনীয় লিংক:
• সম্পূর্ণ সার্কুলার দেখতে ক্লিক করুন
• অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে।

Apply Now

আবেদনের শেষ তারিখঃ
• ০৫ অক্টোবর, ২০১৯।

Related Articles

Leave a Reply