কিভাবে ওয়ার্ডপ্রেস এর ভার্সন ডাউনগ্রেড বা পূর্বের ভার্সনে ফিরতে যাবেন?

টিআইবিঃ ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা নিশ্চয়ই অবগত আছেন যে, গত ৬ ডিসেম্বর ওয়ার্ডপ্রেস একটি মেগা আপডেট দিয়েছে। এই ভার্সনটির নাম দেওয়া হয়েছে ওয়ার্ডপ্রেস ৫.০। যারা ওয়ার্ডপ্রেস এর এই নতুন ভার্সনটির আপডেট পেয়েছেন বা করেছেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে কেন আমি পূর্বেই এটাকে মেগা আপডেট হিসেবে অবহিত করেছি। ওয়ার্ডপ্রেসে চিরাচরিত যে ফিচারগুলো ছিল তার অনেক কিছুই আর আগের মত নেই। একারনে নতুন এই ভার্সনটির ব্যবহার করতে অনেকেই ঝামেলায় পড়তে পারেন।
তাই আবার যারা পূর্বের ভার্সনে ফিরে আসতে চান তাদের জন্যই আজকে আমাদের টিউটোরিয়াল। কিভাবে ওয়ার্ডপ্রেস এর পূর্বের ভার্সন এ ফিরে যাবেন বা কিভাবে ওয়ার্ডপ্রেস এর ভার্সন ডাউনগ্রেড করবেন।
ওয়ার্ডপ্রেস এর পূর্বের ভার্সনে ফিরতে যা যা করতে হবে……
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
১। প্রথমে ওয়েবসাইটে লগ ইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
২। ড্যাশবোর্ড এর নিচে Home ও Update দুইটি অপশন পাবেন। ইচ্ছা করলে এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস এর বর্তমান ভার্সনটি জেনে নিতে পারেন।
৩। এবার প্লাগইনস অপশন থেকে Add New সিলেক্ট করুন।
৪। এখন ওয়ার্ডপ্রেস স্টোর থেকে Wp Downgrade | Specific core Version প্লাগইনস ডাউনলোড করে Active করুন।
৫। এরপর ড্যাশবোর্ড এর Settings অপশন থেকে Wp Downgrade সিলেক্ট করুন।
৬। এখানে আপনি ওয়ার্ডপ্রেস এর টার্গেট ভার্সন ও বর্তমান ভার্সন দেখতে পাবেন।
৭। টার্গেট ভার্সন এর পাশে WordPress releases লিঙ্কে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস এর সব গুলো ভার্সন দেখতে পাবেন।
৮। এখান থেকে আপনার পছন্দের ভার্সনটির নম্বর কপি করুন। যেমন, আপনি ওয়ার্ডপ্রেস ৫.০ তে আপডেট করার পর আবার পূর্বের ভার্সন অর্থাৎ ৪.৮.৯ তে ফিরতে চাইলে ৪.৮.৯ নম্বরটি কপি করুন।
৯। এবার ওয়ার্ডপ্রেস টার্গেট ভার্সন এর খালি ঘরে নম্বরটি পেস্ট করে Save Change এ ক্লিক করুন।
১০। এরপর Update Core এ ক্লিক করুন।
১১। WordPress updates নামে একটি পেজ আসবে। এই পেজের Re Installed New বাটনে ক্লিক করলে ইনস্টল শুরু করে যাবে।
১২। ইনস্টল শেষে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেস ভার্সন ফিরে পাবেন।
হ্যাঁ বন্ধুরা, এই হল ওয়ার্ডপ্রেস এর ভার্সন ডাউনগ্রেড করার সবচেয়ে সহজ পদ্ধতি বা প্রক্রিয়া। আশা করি এর মাধ্যমে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ডাউনগ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।